ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

‘রেকর্ড আমাকে খোঁজে’

ক্রীড়া ডেস্ক
🕐 ১১:২৪ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৯

ক্যারিয়ারজুড়ে অসংখ্য রেকর্ড ভেঙেছেন, ছুঁয়েছেন অনেক মাইফলক; গড়েছেন একটার পর একটা ইতিহাস। যার কেতাবি নাম হয়ে গেছে ‘গোলমেশিন’। তিনি এই প্রজন্মের সেরা দুজন খেলোয়াড়ের একজন। ক্রিশ্চিয়ানো রোনালদোর কথাই বলা হচ্ছে। পরশু ইউরো বাছাইপর্বের ম্যাচে ইউক্রেনের বিরুদ্ধে করলেন ১৭ বছরের ক্যারিয়ারের ৭০০তম গোল। কিন্তু বিফলে গেছে ‘সিআর সেভেন’র মাইলফলক ছোঁয়া গোলটা। তার দল পর্তুগাল যে ইউক্রেনের মাঠে হেরে গেছে! হারের ব্যবধান ন্যূনতম ২-১ গোলের।

বাছাইপর্বের আগের ম্যাচে পর্তুগালের জার্সিতে লুক্সেমবার্গের বিরুদ্ধেও গোল করেছিলেন রোনালদো। ওই গোলটাকেই সাত শ’তম ভেবে নিয়েছেন কেউ কেউ। পাঁচবারের বর্ষসেরা ফুটবলার নতুন দিগন্ত ছুঁয়েছেন কি-না এনিয়েই কদিন ধরে আলোচনা চলছিল। সেই বিতর্ক থামিয়ে দিলেন রোনালদো। স্পট কিক থেকে বুলেট গতির শটে জাল কাঁপালেন জুভেন্টাস উইঙ্গার। দেশের পক্ষে ৯৫তম গোল এটা রোনালদোর। যেই গোলে থাকল না তৃপ্তির ঢেঁকুর।

রোনালদো হয়তো খুশি হননি, তাতে ইতিহাস ও অর্জন ম্লান হয়নি। সেটা পর্তুগাল অধিনায়ক নিজেও জানেন। তাই সতীর্থ-কোচদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুল করেননি তিনি, ‘সবাই এ মাইলফলক ছুঁতে পারে না। সতীর্থ, কোচ- যারা আমাকে এ পর্যায়ে আনতে সাহায্য করেছেন সবাইকে ধন্যবাদ। আমি হতাশ যে আজ (সোমবার) জয় পাইনি, কিন্তু দল নিয়ে গর্বিত।’

দেড় দশকের ক্যারিয়ারে রোনালদো যে কত গোল করেছেন তার হদিস নিজেও জানেন না। এটা জানেন ইতিহাসের ষষ্ঠ ফুটবলার হিসেবে ৭০০ গোলের মাইলস্টোন ছুঁয়েছেন তিনি। তার আগে এই কীর্তি গড়েছেন চেক প্রজাতন্ত্র ও অস্ট্রেলিয়ার জোনেফ বিকান (৮০৫ গোল), ব্রাজিলের রোমারিও (৭৭২), পেলে (৭৬৭), হাঙ্গেরির ফেরেঙ্ক পুসকাস (৭৪৬) ও জার্মানির জার্ড মুলার (৭৩৫)। এই কীর্তি থেকে ২৮ গোল দূরে আছেন রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি।

এসব অর্জন, রেকর্ড, ইতিহাস অবশ্য রোনালদোর আবেগ তেমনভাবে নাড়াতে পারেনি। সম্ভাব্য কারণ এই ম্যাচে পর্তুগালের হারটা। পাঁচবারের বর্ষসেরার পা-ও তাই মাটিতেই, ‘আমার কতগুলো রেকর্ড আছে? আমি জানিও না। আপাতত এ সময়টুকু উপভোগ করছি এবং যারা এ মাইলফলক ছোঁয়ার সাহায্য করেছে তাদের ধন্যবাদ জানাই। এ মাঠে সর্বশেষ যখন খেলেছিলাম (২০১৮), চ্যাম্পিয়নস লিগ জিতেছিলাম, সুন্দর এক স্মৃতি। আজও (সোমবার) ভালো খেলেছি কিন্তু জেতা হয়নি। রেকর্ড স্বাভাবিকভাবেই আসে। আমি তাদের খুঁজতে যাই না, রেকর্ডই আমাকে খোঁজে। এ নিয়ে আমার মধ্যে কোনো বাড়াবাড়ি নেই, রেকর্ড এমনিতেই হয়।’

রোনালদোকে হাতছানি দিচ্ছে আরেকটা বড় রেকর্ড। তা হলো আন্তর্জাতিক ফুটবলে ইরানের আলি দাইয়ির ১০৯ গোলের (সর্বোচ্চ) রেকর্ড। রোনালদো যেভাবে ছুটছেন তাতে করে এই রেকর্ড ভাঙা শুধু সময়ের ব্যাপার। আলি দাইয়ি যথার্থই বলেছেন, ‘রোনালদো দুর্দান্ত একজন ফুটবলার। আমি নিশ্চিত সে এই রেকর্ডটাও ভেঙে ফেলবেন।’

 
Electronic Paper