ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বর্ণবাদের শিকার ইংলিশরা

ক্রীড়া ডেস্ক
🕐 ১১:১৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৯

ইউরো বাছাইপর্বের ম্যাচে বুলগেরিয়াকে তাদেরই মাঠে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। কিন্তু ম্যাচের ফল ছাপিয়ে গেছে বুলগেরিয়ান সমর্থকদের বর্ণবিদ্বেষমূলক আচরণে। পরশু রাতে সোফিয়ায় এমনই তিক্ত অভিজ্ঞতা হলো ইংল্যান্ডের ফুটবলারদের। বর্ণবাদের কারণে দুই দফা খেলা বন্ধ থাকে। ম্যাচ শেষে এ নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ইংল্যান্ড কোচ ও খেলোয়াড়রা।

সফরকারী খেলোয়াড়দের লক্ষ্য করে গ্যালারি থেকে বাজে স্লোগান দেন বুলগেরিয়ার কিছু সমর্থক। বাজে অঙ্গভঙ্গিও করেন তারা। প্রথমবার ২৮ মিনিটে খেলা থামিয়ে দেন রেফারি। এ সময় ইংল্যান্ড ২-০ গোলে এগিয়ে ছিল। এর পুনরাবৃত্তি হলে ম্যাচ পরিত্যক্ত হবে বলে স্টেডিয়াম থেকে ঘোষণা দেওয়া হয়।

সেই হুমকিতে কোনো কাজ হয়নি। ৪৩ মিনিটে আবার খেলা বন্ধ হয়ে যায়। ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেটের সঙ্গে আলোচনা করে আবার খেলা শুরু করেন রেফারি। ইংলিশদের মাঠ ছেড়ে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু তারা খেলা চালিয়ে যায়।

 
Electronic Paper