ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দশজনের জার্মানিও দুর্দান্ত

ক্রীড়া ডেস্ক
🕐 ১:০৭ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৯

ইউরো ২০২০ বাছাইপর্বের গণ্ডি সবার আগে পাড়ি দিয়েছে ফেভারিট বেলজিয়াম। দ্বিতীয় দল হিসেবে মূলপর্বের টিকিট কেটেছে আরেক জায়ান্ট দল ইতালি। এবার তাদের পথেই হাঁটল রাশিয়া ও পোল্যান্ড। সাইপ্রাসের মাঠে হার এড়ালেই চলতো রাশানদের। কিন্তু তাতে কী আর তৃপ্তি আসে! সাইপ্রাসকে তাদেরই মাঠে গোলবন্যায় ভাসিয়ে দিয়েছে গত বিশ্বকাপের স্বাগতিকরা। পরশু রাতে ‘আই’ গ্রুপের ম্যাচে সাইপ্রাসকে ৫-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে রাশিয়া।

দাপুটে এই জয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে ইউরোর মূলপর্বে জায়গা করে নিল রাশানরা। ৮ ম্যাচে তাদের সংগ্রহ ২১ পয়েন্ট। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বেলজিয়াম।

১০ জনের সাইপ্রাসকে বিধ্বস্ত করতে খুব একটা বেগ পেতে হয়নি রাশিয়াকে। ম্যাচের ৯ মিনিটে ডেনিস চেরিসেভের গোলে উৎসবের শুরু। শেষটাও টেনেছেন ভ্যালেন্সিয়া স্ট্রাইকার। ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অজডয়েভ। আধ ঘণ্টার মধ্যে আরো বড় ধাক্কা খায় সাইপ্রাস। ২৮ মিনিটে বাজে একটা ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কোস্টাস লাইফিস। সাইপ্রাসের ফেরার সম্ভাবনাও শেষ হয়ে যায় তাতে।

রাশিয়া ম্যাচের তৃতীয় গোলটি পায় ম্যাচের ৭৯ মিনিটে। গোল করেন আর্তেম জিউবা। এরপর আলেক্সান্ডার গলোভিন ও চেরিসেভের দ্বিতীয় গোলে ৫ গোলের বৃত্ত পূরণ হয় রাশিয়ার। রাশানদের রাতে ইউরোর মূলপবে খেলা নিশ্চিত করে রবার্ট লেভানডফস্কির পোল্যান্ডও। ‘জি’ গ্রুপের ম্যাচে উত্তর ম্যাসেডোনিয়াকে ২-০ গোলে হারিয়ে স্বপ্নযাত্রা নিশ্চিত করেছে পোলিশরা। ৭৪ মিনিটে প্রথম গোল পায় তারা। বেঞ্চ ছেড়ে উঠে আসার এক মিনিটের মধ্যে গোলমুখ খোলেন করেন ফ্র্যাঙ্কোস্কি। ৬ মিনিট পর স্কোর লাইন ২-০ করেন মিলিক।

একজন কম প্রতিপক্ষ নিয়ে রাশিয়ার সামনে দাঁড়াতেই পারেনি সাইপ্রাস। ঠিক ব্যতিক্রম জার্মানি। এদিন ম্যাচের শুরুতে ১০ জনের দলে নেমে আসলেও জয় হাতছাড়া করেনি জার্মানরা। তাও আবার গোল উৎসব করে। ১৪ মিনিটেই এমেরি কান সরাসরি লাল কার্ড দেখেন। প্রথমার্ধের বাকি সময়ে মুহুর্মুহু আক্রমণে জার্মানদের কোণঠাসা করে তোলে স্বাগতিক এস্তোনিয়া। দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের রঙ। ‘সি’ গ্রুপের ম্যাচটাতে শেষ অবধি এস্তোনিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে জোয়াকিম লোর দল। এ জয়ে মূলপর্বের পথে অনেকটাই এগিয়ে গেল জার্মানরা। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে জার্মানরা। সমান পয়েন্টে গোলগড়ে এগিয়ে শীর্ষে ডাচরা।

এদিন রাতে জিতেছে নেদারল্যান্ডস, বেলজিয়ামও। তবে হোঁচট খেয়েছে গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া। মডরিচদের ১-১ গোলে রুখে দিয়েছে গ্যরেথ বেলের ওয়েলস। তবে সব ছাপিয়ে স্পট লাইটে চলে এলো এস্তোনিয়া-জার্মানির ম্যাচটা। যেখানে শুরুতে বিপদে পড়লেও দ্বিতীয়ার্ধে গা ঝারা দিয়েছে ওঠে জার্মানরা।

বিরতির পর জোড়া গোল করেছেন ইকেই গান্ডোগান। শেষ গোলটি করেছেন টিমো ভেরনার। বিরতির আগেই প্রথম গোলটা পেতে পারতো জার্মানি। কিন্তু মার্কো রিউসের ফ্রি-কিক এস্তোনয়িার ক্রসবারে লেগে ফিরে এসেছে।

 
Electronic Paper