ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সৌরভের দিকে তাকিয়ে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
🕐 ১:০৫ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৯

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন সৌরভ গাঙ্গুলি। ভারতের সাবেক অধিনায়ক দেশটির ক্রিকেটের সর্বোচ্চ পদে আসীন হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আশার পালে দিচ্ছে বাড়তি হাওয়া। সৌরভ বিসিসিআইয়ের সিংহাসনে বসলে বাংলাদেশ বাড়তি সুবিধা পাবে বলে মনে করছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

এমনিতে হয়তো অন্য দেশের ক্রিকেট প্রশাসনে পরিবর্তনের গুরুত্ব বাংলাদেশে খুব একটা থাকে না। তবে বিসিসিআইয়ের শীর্ষ পদে এই সম্ভাব্য বদল বাংলাদেশের ক্রিকেটে বাড়তি আলোচনার খোরাক জোগাচ্ছে তিনি সৌরভ বলেই। কাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি পরিচালক ও বোর্ডের মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস শোনালেন সৌরভকে ঘিরে নিজেদের আশার কথা।

তিনি বলেছেন, ‘এমনিতেই বিসিসিআইয়ের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। যারা এখন বর্তমানে আছেন, তাদের সঙ্গে সম্পর্ক ভালো। আগে যারা ছিলেন তাদের সঙ্গেও ছিল। সৌরভ গাঙ্গুলি একজন বাঙালি, একজন সাবেক ক্রিকেটার, সেজন্য নিঃসন্দেহে বাড়তি একটা সুবিধা আমরা পাব। তার সঙ্গে কোনো একটা ইস্যু নিয়ে আলোচনা করতে আমরা হয়তো আরেকটু স্বাচ্ছন্দ্যবোধ করব।’

সৌরভের সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের অনেকেরই ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। এটাকে ইতিবাচকভাবে দেখছেন বিসিবির এই পরিচালক, ‘এখানে আমাদের অনেকের সঙ্গেই ব্যক্তিগত সম্পর্ক আছে। বাংলাদেশে অনেকবার খেলে গিয়েছেন। সে খুব তরুণ। আমাদের এখানে তার একটা আত্মার সম্পর্ক আছে, অনেকের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ আছে। এগুলো নিঃসন্দেহে কাজে লাগবে।’

কোন ক্ষেত্রে কাজে লাগতে পারে সৌরভকে, সেটিরও একটি ধারণা দিলেন জালাল ইউনুস, ‘আমরা যে খেলাগুলো আগে পাইনি- হয়তো দ্বিপক্ষীয় সিরিজ, জুনিয়র লেভেলেও যদি একচেঞ্জ প্রোগ্রাম থাকে, সেগুলো নিয়ে আমরা খোলামেলা আলোচনা করতে পারব, এই সুবিধাটা থাকবে।’

বিসিবির প্রতিনিধি হয়ে আশার কথা শুনিয়েছেন। এখন সৌরভ নিরাশ না করলেই চলে।

 
Electronic Paper