ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রোনালদোর চার গোল

ক্রীড়া ডেস্ক
🕐 ১১:১৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৯

ক্রিশ্চিয়ানো রোনালদো সেরা ছন্দে থাকলে তাকে থামানো যায় না- পর্তুগালের ৩৪ বছর বয়সী তারকা আরও একবার তা দেখিয়ে দিলেন। চার গোল করে লিথুনিয়াকে ধসিয়ে দিলেন তিনি। ইউরোর বাছাইপর্বে দলকে এনে দিলেন ৫-১ গোলে দুর্দান্ত জয়।

আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথ এগিয়ে নিলেন। পর্তুগালের হয়ে জুভেন্টাস তারকা ৯৩ গোল করেছেন। আন্তর্জাতিক ফুটবলে গোল করার দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছেন তিনি। সবার উপরে ইরানের আলী দায়ের।

বুন্দেসলিগা জেতা এই ফুটবলার জাতীয় দলের হয়ে ১৪৯ ম্যাচে ১০৯ গোল করেন। আর ১৬ গোল করতে পারলে আলী দায়েরের পাশে বসবেন রোনালদো। আর ১৭ গোল করতে পারলে ফুটবলের ইতিহাস নতুন করে লিখবেন সর্বশেষ আসরে ইউরো জেতা এই ফুটবলার। এছাড়া ইউরোর বাছাইপর্বে সর্বোচ্চ ২৫ গোলেরও মালিক রোনালদো।

ম্যাচের ৭ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন রোনালদো। ঘরের মাঠে লিথুনিয়া প্রথমার্ধেই ওই গোল শোধ করে দেয়। সমতা নিয়ে প্রথমার্ধ শেষ করে দু’দল। দ্বিতীয়ার্ধে দুর্বার হয়ে ওঠে পর্তুগাল। রোনালদো হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। ম্যাচের ৬১ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন তিনি।

 
Electronic Paper