ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সাকিবকে ফুল দিতে মাঠে দর্শক, প্রশ্নবিদ্ধ নিরাপত্তা

চট্টগ্রাম ব্যুরো
🕐 ১১:২৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ০৭, ২০১৯

আফগান ব্যাটসম্যানকে বল করতে প্রস্তুত সাকিব আল হাসান। ঠিক এমন সময় গ্যালারি থেকে মাঠে নেমে সাকিবের দিকে ছুটে গেলেন এক দর্শক। স্যালুট দিয়ে নাটকীয়ভাবে বাড়িয়ে দিলেন হাতে থাকা ফুল। এরপর চাইলেন জড়িয়ে ধরতে। সৌজন্যের খাতিরে সাকিব ফুল নিলেও মাঠের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এজন্য আইসিসির সমালোচনার মুখে পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওই ক্রিকেট ফ্যানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের সঙ্গে টেস্ট ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে। আফগানিস্তান ইনিংসের ১০৭তম ওভারে বল হাতে নেন সাকিব। ওভারের চতুর্থ বলটি ডেলিভারির ঠিক আগে দৌড়ে সাকিবের কাছে গিয়ে স্যালুট দিয়ে হাঁটুগেড়ে ফুল বাড়িয়ে ধরেন। বিরক্ত, বিব্রত সাকিব গ্রহণ করলেন উপহার। এরপরই বিপত্তি। ওই দর্শক এগিয়ে গিয়ে জড়িয়ে ধরতে চাইছিলেন। সাকিব হাত দিয়ে ওই দর্শককে বিরত হতে বললেন তিনবার। তখনো দেখা নেই মাঠের কোনো নিরাপত্তাকর্মীর। একটু পর দেখা গেল একজন নিরাপত্তাকর্মীকে ছুটে আসতে। ততক্ষণে ওই দর্শকের বারংবার অনুরোধে সাকিব তাকে জড়িয়ে ধরেছেন কিছুক্ষণের জন্য। এরপর আরও ২-৩ জন নিরাপত্তাকর্মী এলেন। ওই দর্শককে টেনে নিয়ে যান মাঠের বাইরে। ২০১৬ সালে আফগানিস্তানের বিপক্ষেই বাংলাদেশের ওয়ানডে ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গ্র্যান্ড স্ট্যান্ড থেকে এক দর্শক ছুটে যান মাশরাফি বিন মুর্তজাকে জড়িয়ে ধরতে। ওই ঘটনায় তখন হইচই হয়েছিল অনেক। নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়েছিল ব্যাপকভাবে। পুলিশে দেওয়া হয়েছিল ওই দর্শককে। গ্যালারিতে বাড়তি বেড়া লাগানো হয়েছিল। এরপর কিছুদিন মাঠের নিরাপত্তায় একটু কড়াকড়ি ছিল। পরে আবার আলগা হয়ে পড়ে সময়ের সঙ্গে।

গত বছর সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে মুশফিকুর রহিমকে জড়িয়ে ধরতে পরপর দুই দিন মাঠে ঢুকে যায় দর্শক। এবারও যথেষ্ট শোরগোল পড়ে। বাড়ানো হয় নিরাপত্তা। যথারীতি সময়ের সঙ্গে আবারও ঢিল পড়ে যায় নিরাপত্তায়। যেটির প্রমাণ এবারের ঘটনা।

এ বিষয়ে বিসিবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর (অব.) হোসেন ইমাম বলেন, ওই দর্শককে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতিও চলছে। জোরদার করা হচ্ছে মাঠের নিরাপত্তা।

 
Electronic Paper