ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কে হবেন কোহলিদের কোচ

ক্রীড়া ডেস্ক
🕐 ১:১১ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৯

বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছিল ভারত। এরপরই দলের মধ্য কোন্দল ও কোচিং স্টাফ পরিবর্তনের কথা উঠে। এমনকি প্রধান কোচসহ পুরো কোচিং স্টাফ নিয়োগদানের জন্য ইতোমধ্যে বিজ্ঞাপনও দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী মাসে শুরু হতে যাওয়া ভারত-ওয়েস্ট ইন্ডিজ পূর্ণাঙ্গ সিরিজে টিম ইন্ডিয়ার কোচ থাকছেন রবি শাস্ত্রী।

টিম ইন্ডিয়ার হেড কোচ এবং সাপোর্ট স্টাফ নিয়োগের জন্য নিজেদের ওয়েবসাইটে বিজ্ঞাপন দেয় বিসিসিআই। ৩০ জুলাই আবেদনের শেষ তারিখ।

এবার ভিভিএস লক্ষন, সৌরভ গাঙ্গুলী ও শচীন টেন্ডুলকারের কমিটি জাতীয় দলের জন্য কোচ বাছাইয়ের দায়িত্ব পাচ্ছেন না। দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবকে।

এমনকি শচীন, গাঙ্গুলীরা কোচের পদে আবেদনও করতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে। টিম ইন্ডিয়ার নতুন কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। তাদের তালিকায় যুক্ত হয়েছেন শ্রীলঙ্কান কিংবদন্তি সাবেক ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে।

জয়াবর্ধনে ভারত ছাড়াও ইংল্যান্ডের দ্য থান্ডার প্রতিযোগিতার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দল সাউদাম্পটনের সাউদার্ন ব্রেভের হেড কোচ হতে চেয়ে আবেদন করেছেন। কোচিং ক্যারিয়ারে এখনও জাতীয় দলের প্রধান কোচ না হলেও জয়াবর্ধনে আইপিএল, বিপিএলের দলের কোচের দায়িত্ব পালন করেছেন।

 
Electronic Paper