ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

তিন সপ্তাহ বিশ্রামে সাইফউদ্দিন

ক্রীড়া ডেস্ক
🕐 ২:১৭ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৯

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ইনজেকশন নিয়ে খেললেও বিশ্বকাপে প্রায় সময় পিঠের ব্যথায় ভুগেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও খেলতে পারেননি বাংলাদেশের এই বোলিং অলরাউন্ডার। সেই চোটেই দেশ ছাড়ার আগের দিন শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গেলেন।

প্রাথমিকভাবে তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হচ্ছে সাইফকে। তারপর চলবে চিকিৎসা।

বিশ্রাম শেষে সাইফকে পুনর্বাসনের মাধ্যমে সুস্থ করার চেষ্টা হবে। তার চিকিৎসায় এরই মধ্যে তিনটি বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, তার (সাইফউদ্দিন) চোটের নাম ল্যাম্বার স্পাইন ফ্যাসেট জয়েন্ট সিনড্রোম। বোলারদের জন্য খুব স্বাভাবিক চোট এটা। অস্ত্রোপচারে এটা ভালো হবে না। খেলা চালিয়ে যাওয়ার জন্য তিন ধরনের চিকিৎসা আছে।

 
Electronic Paper