ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রধান কোচের খোঁজে বিসিবির বিজ্ঞপ্তি

খেলা ডেস্ক
🕐 ১:২৮ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০১৯

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০২০ সাল) পর্যন্ত স্টিভ রোডসের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চুক্তিবদ্ধ থাকলেও, বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বাদ পড়েই সেই চুক্তি বাতিল করে বোর্ড। আপাতত বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের পদটি খালি রয়েছে। আর সে পদের জন্যই এবার কোচ চেয়ে বিজ্ঞপ্তি দিলো বিসিবি।

ক্রিকেট বিশ্বকাপের ১২ তম আসরে আশানুরূপ ফলাফল হয়নি বাংলাদেশের। প্রথম পর্বের ৯ ম্যাচে মাত্র ৩টিতে জয় পাওয়ায় হারাতে হয়েছে সেমিফাইনালের স্বপ্ন। সমর্থকদের পাশাপাশি হতাশ বোর্ডও। যার রেশ ধরেই প্রধান কোচ ও বোলিং কোচের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে বোর্ড।

বর্তমানে শূন্য থাকা প্রধান কোচের পদে শিগগিরই কোচ নিয়োগ দিতে চাইছে বিসিবি। সে লক্ষ্যেই নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞাপন প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। কোচের পদে আবেদনের সময়সীমা ১৮ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীকে সদ্য তোলা এক কপি ছবি ও জীবন বৃত্তান্ত বিসিবি বরাবর পাঠাতে বা মেইল করতে বলা হয়েছে।

ইংলিশ এই কোচ রোডসের অধীনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ৮টি টেস্ট, ৩০টি ওয়ানডে, ও ৬টি টি-টোয়েন্টি খেলেছে।

 
Electronic Paper