ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

টানা তিন সেমিতে ব্যর্থ কোহলি

ক্রীড়া ডেস্ক
🕐 ১২:৪২ অপরাহ্ণ, জুলাই ১১, ২০১৯

দ্বাদশ বিশ্বকাপে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছে ভারত। দলের অধিনায়ক বিরাট কোহলিও ছিলেন ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে। কিন্তু গতকালের সেমিফাইনালে এসে ভারতের টপঅর্ডাররা পুরোপুরিই ব্যর্থ। দলীয় ৫ রানেই বিদায় নিয়েছেন ওপেনার রোহিত শর্মা, লোকেশ রাহুল এবং দলপতি কোহলি।

চলতি বিশ্বকাপে শুরু থেকেই আলোচনায় ছিলেন রোহিত শর্মা। এক আসরে সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ডও গড়েছেন। সেমিতে গিয়ে ইনিংসের দ্বিতীয় ওভারেই বিদায় নেন রোহিত। ম্যাট হেনরির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরার আগে করেন মাত্র ১ রান। আরেক ওপেনার লোকেশ রাহুলও ১ রান করে একইভাবে একই বোলারকে উইকেট দিয়েছেন।

তিন নম্বরে নামা বিরাট কোহলিকে বিদায় করেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। এলবির ফাঁদে পড়ে বিদায়ের আগে বিশ্বসেরা কোহলির ব্যাট থেকে আসে ১ রান। এবার নিয়ে তৃতীয় বিশ্বকাপ খেলতে নেমেছেন ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে এক নম্বরে থাকা কোহলি।

২০১১ বিশ্বকাপের সেমিফাইনালে মোহালিতে পাকিস্তানের বিপক্ষে কোহলি করেছিলেন ৯ রান। ২০১৫ বিশ্বকাপের সেমি ফাইনালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিলেন ১ রান। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে কোহলি করলেন ১ রান।

 
Electronic Paper