ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হ্যারি কেনের চ্যালেঞ্জ

খেলা ডেস্ক
🕐 ৯:২৬ অপরাহ্ণ, জুন ২৮, ২০১৮

রাশিয়া বিশ্বকাপের আগে গোল্ডেন বুটের সম্ভাব্য বিজয়ী কে হতে পারে সে তালিকায় তার নামটা ছিলই না। মেসি, রোনালদো, নেইমার, গ্রিজম্যানেই সবাই ডুবে ছিলেন। কিন্তু গ্রুপ পর্বে সবাইকে অবাক করে দিয়ে সে তালিকার এক নম্বর নামটা এখন হ্যারি কেনের। রাশিয়া বিশ্বকাপ তার আলোতেই আলোকিত। ২৪ বছর বয়সী ইংল্যান্ড অধিনায়ক এখনো পর্যন্ত ৫ গোল করে এবারের বিশ্বকাপে সর্বাধিক গোলদাতাদের তালিকায় শীর্ষে।

করেছেন একটি হ্যাটট্রিকও। তার পেছনে চার গোল করে পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো এবং বেলজিয়ামের ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার রোমেলো লুকাকু।
ইতোমধ্যেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ইংল্যান্ড। মানে আরও এগোনোর সুযোগ হ্যারি কেনের। আর তাই ইংল্যান্ড দলপতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রোনালদো, মেসি ও নেইমারকে। বলেছেন, ‘ফুটবল মানেই গোলের খেলা। আর আমার কাজই হচ্ছে গোল করে দলকে সহায়তা করা। রাশিয়া বিশ্বকাপে সেটাই করতে চাই আমি। গোল্ডেন বুটের স্বপ্ন তো আমি দেখতেই পারি। কিন্তু সেটাই শেষ কথা নয়। সবচেয়ে বড় হলো, দল সোনার কাপটা হাতে নিতে পারল কি না। আমি জোর দিয়েই বলতে চাই, এবারের ইংল্যান্ড দলের সে সামর্থ্য আছে। গ্রুপ পর্বে তার নমুনা আমরা দেখিয়েছি।’
এখনো পর্যন্ত ১৯৬৬ সালে প্রথম ও শেষবারের মতো ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। তারপর থেকেই বারবার খালি হাতে ফিরতে হচ্ছে ইংল্যান্ডকে। পারেননি ডেভিড বেকহ্যাম, পল গ্যাসকোয়েন, মাইকেল ওয়েন এবং ওয়েন রুনিরা। এবার হ্যারি কেনের দল কী তা পারবে? ইংল্যান্ড অধিনায়ক কিন্তু সাহসী উচ্চারণে বলেই ফেলেছেন, ‘দেশে মিডিয়ার ভয়ে বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে কথা বলতে ভয় পায় ইংল্যান্ড খেলোয়াড়রা। কিন্তু আমি পরিষ্কার বলছি, এই ইংল্যান্ডের লক্ষ্য উঁচুতেই বাধা।’

 
Electronic Paper