ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

স্টার্ক ঝড়ে শুরুতেই চাপে ইংল্যান্ড

খেলা ডেস্ক
🕐 ৮:৩৩ অপরাহ্ণ, জুন ২৫, ২০১৯

বিশ্বকাপে সেমিফাইনালের খেলার পথ সহজ রাখতে জয়ের বিকল্প নেই। এমন সমীকরণ নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামলেও লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়েছে ইংল্যান্ড। লর্ডসে ২৮৬ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ২৬ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে ইংলিশরা।

জেসন বেহরেনডোর্ফ শুরুতে আঘাত হানলেন। এরপর জোড়া উইকেট তুলে নিলেন স্টিভ স্মিথ। একে একে সাজঘরে ফিরতে হলো ইংলিশদের তিন টপ অর্ডার ব্যাটসম্যানকে। জেমস ভিন্স ০, জো রুট ৮ ও ইয়ন মরগান ৪ রান করে ফিরে গেছেন। শেষের দুজনকে ফিরিয়েছেন স্টার্ক।

এর আগে টস হেরে আগে ব্যাট করে ৭ উইকেটে ২৮৫ রান করে অস্ট্রেলিয়া। আসরে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেওয়া অ্যারন ফিঞ্চ ১০০ রান করেন। ওয়ার্নার খেলেছেন ৫৩ রানের ইনিংস। এ ছাড়া স্টিভ স্মিথ ৩৮ ও অ্যালেক্স ক্যারি অপরাজিত ৩৮ রান করেন।

ইংলিশদের পক্ষে সর্বাধিক ২ উইকেট নিয়েছেন ক্রিস উকস। ১টি করে উইকেট নিয়েছেন জফরা আর্চার, মার্ক উড, বেন স্টোকস ও মইন আলি।

এখন পর্যন্ত ৬ ম্যাচে ৫ জয় ও ১ হারে অস্ট্রেলিয়ার পয়েন্ট ১০। টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এ ম্যাচে জয় পেলে সেমির পথে অনেকটাই এগিয়ে যাবে তারা। অন্যদিকে সমান ম্যাচে ৪ জয় ও ২ হারে ইংল্যান্ডের পয়েন্ট ৮। তাদের সেমিফাইনালে খেলার পথটা অবশ্য সহজ নয়। এ ম্যাচে হারালে জটিল সমীকরণের মধ্যে পরতে হতে তাদের।

এদিকে বিশ্বকাপে ১৯৯২ সালের পর আর অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি ইংল্যান্ড। সেবার ফাইনালে ওঠার পথে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতেছিল ইংলিশরা। এরপর ২০০৩, ২০০৭ ও ২০১৫ আসরে অজিদের কাছে হেরেছে ইংল্যান্ড।

ইংল্যান্ড একাদশ
জনি বেয়ারস্টো, জেমস ভিন্স, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার, মঈন আলি, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড।

অস্ট্রেলিয়া একাদশ
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স কারে, জেসন বেহরেনডর্ফ, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লিয়ন।

 
Electronic Paper