ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ব্যাটিংয়ে টাইগাররা

ক্রিড়া ডেস্ক
🕐 ৩:১৯ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৯

সেমিফাইনালের স্বপ্ন এখনও টাইগারদের চোখে জ্বলজ্বল করেছে। সেমিতে যেতে হলে পর্যন্ত দুই ম্যাচ জেতা বাংলাদেশকে বাকী তিনটি ম্যাচে জিততেই হবে। তবে ম্যাচের শুরুতেই বাগড়া দিয়েছে বৃষ্টি। ভেজা মাঠের কারণে ১০ মিনিট পিছিয়ে দেওয়া হয় টস। শেষ পর্যন্ত টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক গুলবাদিন নাইব।

সাউদাম্পটনের রোজ বোলে এই মাঠেই গত ২২ জুন ভারতকে চেপে ধরেছিল আফগানরা। শেষ ওভারের লড়াইয়ে জয় পায় ভারত। উইকেট আজও স্লো থাকবে বলেই ধারণা করা হচ্ছে। আফগানদের বিপক্ষে আজ ফেবারিট হিসেবেই মাঠে নামবে বাংলাদেশ। তবে আফগানরা ভারতের বিপক্ষে ম্যাচ থেকে অনুপ্রেরণা নেওয়ার ঘোষণা দিয়েছে।

আফগান অল-রাউন্ডার মোহাম্মদ নবি বলেছেন, বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচে আফগানিস্তানই ফেবারিট। চলতি বিশ্বকাপে ৬ ম্যাচ খেলা আফগানিস্তান একটা ম্যাচও জিততে পারেনি। নামের পাশে স্বাভাবিকভাবেই কোনো পয়েন্ট নেই। একমাত্র ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচ ছাড়া তারা আর কোনো ম্যাচে নূন্যতম প্রতিদ্বন্দ্বিতাও গড়ে তুলতে পারেনি।

 
Electronic Paper