ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আত্মবিশ্বাসী পাকিস্তান আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি

ক্রীড়া প্রতিবেদক
🕐 ১০:২১ পূর্বাহ্ণ, জুন ১২, ২০১৯

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হলেও পরের ম্যাচেই ইংল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসের পারদ আকাশ ছুঁয়েছে পাকিস্তানের। তাই আজ বুধবার বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ভয় পাওয়ার কোনো কারণ দেখছে না পাকিস্তান।

আজ বাংলাদেশি সময় বিকাল সাড়ে ৩টায় টন্টনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। ম্যাচের আগে সরফরাজ আহমেদের আত্মবিশ্বাস জোগাচ্ছে ইংল্যান্ডের বিপেক্ষে অসাধারণ এক জয়। যে ইংলিশদের এবারের বিশ্বকাপের ‘হট’ ফেভারিট বলা হচ্ছে, সেই তাদেরই হারিয়ে দিয়েছে পাকিস্তান। ট্রেন্ট ব্রিজে ৮ উইকেটে ৩৪৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়ে পাকিস্তান পায় ১৪ রানের জয়।

৬২ বলে ম্যাচ জেতানো ৮৪ রানের ইনিংস খেলেছিলেন হাফিজ। তাই এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে আজকের ম্যাচে আত্মবিশ্বাস জোগাচ্ছে হাফিজকে। ‘(বিশ্বকাপের) ১০ দলই হারতে পারে। ইংল্যান্ড যে ক্রিকেট খেলছিল, তাতে লোকজন বলাবলি করেছিল তাদের হারানো কঠিন। কিন্তু সব দলই হারতে পারে...। অস্ট্রেলিয়া দারুণ ক্রিকেট খেলছে, তবে তারাও হারতে পারে।’ ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার হারের দিকে ইঙ্গিত করেই এমন কথা বলেছিলেন এই অলরাউন্ডার।

অবশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের অতীত রেকর্ড মোটেও সুখকর নয়। ২০১৪ সালের অক্টোবরের পর মুখোমুখি ১৪ লড়াইয়ে মাত্র একবার জিততে পেরেছে পাকিস্তান। আর সর্বশেষ লড়াইয়ের কথা ধরলে সংযুক্ত আরব আমিরাতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ১৯৯২ সালের চ্যাম্পিয়নরা।

এ নিয়েও কথা বলেছেন হাফিজ, ‘হ্যাঁ, অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের রেকর্ড ভালো নয়, কারণ তারা খুব কঠিন ক্রিকেট খেলে। যদিও প্রত্যেকটি দিনই নতুন। এটা বিশ্বকাপ, আর ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর আমরা এখন দারুণ একটা সময়ের মধ্যে আছি।’

 
Electronic Paper