ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ওয়ার্নের বিশ্বকাপ স্কোয়াডে নেই খাজা

ক্রীড়া ডেস্ক
🕐 ৪:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ০৯, ২০১৯

ইংল্যান্ড বিশ্বকাপের ঘণ্টা বেজে গেছে। নিউজিল্যান্ড সবার আগে বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। ভারত আগামী ১৫ এপ্রিল দল ঘোষণা করবে বলে জানিয়েছে। পাকিস্তান-আফগানিস্তান দিয়েছে বিশ্বকাপের সম্ভাব্য দল। বাংলাদেশের বিশ্বকাপ দল নিয়েও ধারণা পাওয়া গেছে। আগামী ২৩ এপ্রিলের মধ্যে সব দলকেই বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করতে হবে।

তার আগে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার একটি সম্ভাব্য দল দিয়েছেন কিংবদন্তি লেগ স্পিনার এবং সাবেক অজি তারকা শেন ওয়ার্ন। ইংল্যান্ডে বিশ্বকাপের আসর বলে অস্ট্রেলিয়ার ওপর চাপ থাকবে। গেলবারের চ্যাম্পিয়ন হওয়ায় চাপ তো আছেই। স্মিথ-ওয়ার্নার ছাড়া ছন্নছাড়া অস্ট্রেলিয়া সর্বশেষ দুই সিরিজে ভারত-পাকিস্তানের ঘরের মাঠে সিরিজ জিতে ফেবারিট তকমা গায়ে সেঁটে নিয়েছে।

ওই দুই সিরিজে অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন উসমান খাজা। অস্ট্রেলিয়ার এই ওপেনার ভারতের মাটিতে সিরিজ জয়ের নায়ক। এরপর পাকিস্তানের বিপক্ষে আরব আমিরাতেও হেসেছে তার ব্যাট। ২০১৯ সালে অজিদের হয়ে ১৩ ম্যাচে সর্বোচ্চ ৭৬৯ রান তার। গড় ৫৯.১৫। তবুও ওয়ার্নের দলে নেই তিনি।

ওয়ার্নের ১৫ সদস্যের বিশ্বকাপ দল: ডেভিড ওয়ার্নার, ডি'আরচি শর্ট, অ্যরণ ফিঞ্চ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কোস স্টইনিস, অ্যালেক্স ক্যারি, মিশেল স্টার্ক, জে রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, শর্ন মার্শ, নাথান লায়ন, অ্যাস্টন টার্নার, কাউন্টার নাইল।

 
Electronic Paper