ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কেমন একাদশ হবে ধোনী-কোহলির

ক্রীড়া ডেস্ক
🕐 ৫:৪৬ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০১৯

আইপিএলের ১২তম আসরের পর্দা উঠছে শনিবার। বাংলাদেশ সময় রাত নয়টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনীর দল চেন্নাই সুপার কিংস এবং বতর্মান অধিনায়কের দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

ধোনী আগের ১১ আসরের মধ্যে অধিনায়ক হিসেবে রেকর্ড তিনবার শিরোপা ঘরে তুলেছেন। ব্যাঙ্গালুরু শিরোপা খরা কাটাতে পারেনি এখনও। কোহলি শেষ ছয় মৌসুম নেতৃত্ব দিয়ে দলকে এনে দিতে পারেননি শিরোপা। চেন্নাইয়ের বড় শক্তির যায়গা সম্ভবত অধিনায়ক ধোনী। পত্যেকবার দলের ভালো সমন্বয়ও থাকে তাদের।

ওদিকে ভালো দল গড়তে না পারা। ব্যাটিংয়ে ঠাসা দল, বোলিংয়ে ব্যর্থতা ব্যাঙ্গালুরুর হারের কারণ হয়েছে। কোহলিও বলেছেন একথা, তাদের দলের সমন্বয় ভালো হয় না। এই যেমন আগের আসরগুলোতে কোহলি, ভিলিয়ার্স, গেইলরা একসঙ্গে খেলেছেন। তারা ভালো ব্যাটিং করেও দলকে শিরোপা মঞ্চে নিতে পারেননি। এবার অবশ্য নতুন চ্যালেঞ্জ।

আইপিএলে তারকায় ঠাসা দল থাকে। দেশি-বিদেশি অনেককে তাই বেঞ্চে কাটাতে হয়। এবার যেমন চেন্নাইয়ের স্যাম বিলিংস, হরভজন সিং, মোহিত শর্মা, ইমরান তাহির, সাটনারদের খেলার নিশ্চয়তা নেই। তেমনি ব্যাঙ্গালুরু ডি গ্রান্ডহোম, মঈন আলী কিংবা স্টইনিস, ওয়াশিংটন সুন্দর, কাউন্টার নাইলদের বসিয়ে রাখতে পারে।

চেন্নাই সম্ভব্য একাদশ: শেন ওয়াটসন, ফ্যাফ ডু প্লেসি, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, এমএস ধোনী, কেদার যাদব, ডোয়াইন ব্রাভো, রাভেন্দ্র জাদেজা, দিপক চাহার, করণ শর্মা, শারদুল ঠাকুর।

ব্যাঙ্গালুরু সম্ভব্য একাদশ: পার্থিব প্যাটেল, বিরাট কোহলি, ডি ভিলিয়ার্স, সিমরন হেটমায়র, স্টইনিস, সিভাম ডুবে, ওয়াসিংটন সুন্দর, উমেশ যাদব, যুজবেন্দ্র চাহাল, নভদিপ সাইনি, মোহাম্মদ সিরাজ।

 
Electronic Paper