ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অ্যাথলেটিকোর পিছু লেগে রয়েছেন রোনালদো

ক্রীড়া ডেস্ক
🕐 ৮:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৯

চ্যাম্পিয়নস লিগে অ্যাথলেটিকো মাদ্রিদের বড় বাধা ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়ালের জার্সিতে সিমিওনের দলকে বারবার হতাশ করেছেন তিনি। ২০১৪ ও ২০১৬'র চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গ্রিজম্যানদের স্বপ্ন ভেঙেছেন সিআরসেভেন। পর্তুগিজ যুবরাজ লস ব্লাঙ্কোসদের জার্সি ছেড়েছেন। তবে রোজি ব্লাঙ্কোসদের পিছু ছাড়েননি। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে অ্যাথলেটিকোর বিপক্ষে মাদ্রিদে বুধবার রাত দুইটার ম্যাচে জুভদের হয়ে নামবেন তিনি।

২০১৪ সালের ফাইনালে ১-০ গোলে এগিয়ে ছিল সিমিওনের দল। যোগ করা সময়ে হেডে গোল করে দলকে সমতায় ফেরান রামোস। আর অতিরিক্ত সময়ে বেল, মার্সেলো ও রোনারদোর গোলে ৪-১ ব্যবধানে হারে অ্যাথলেটিকো। দু'বছর বাদে আবার ফাইনালে মুখোমুখি দু'দল। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় থাকা ম্যাচটি টাইব্রেকারে হারে সিমিওনের শিষ্যরা।

২০১৭ সালের সেমিফাইনালে রোজি ব্লাঙ্কোসদের পুড়িয়ে ছারখার করে দেন সিআরসেভেন। বার্নাব্যুতে হ্যাটট্রিক করেন তিনি। অ্যাথলেটিকোর বিপক্ষে রিয়ালের জার্সি গায়ে ২২ গোল করেছেন রোনালদো। দলের জার্সি বদল হলেও অ্যাথলেটিকোর জাল খুব চেনা রোনালদোর। এবার জুভেন্তাসের জার্সিতেও আলো ছড়ানোর অপেক্ষা তার।

এর আগে রোনালদোর জুভেন্টাসের জার্সিতে স্পেনে ফেরাটা অবশ্য ভালো হয়নি। সেপ্টেম্বরে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে লাল কার্ড দেখেন তিনি। ম্যাচটি ওল্ড লেডিরা ২-০ গোলে জেতে। ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় রেকর্ড ১২১ গোল রোনালদোর নামের পাশে। প্রায় দুই যুগ শিরোপা খরায় থাকা জুভেন্টাস রোনালদোকে কিনেছে অধরা ওই চ্যাম্পিয়নস লিগ জিততে।

তবে ম্যাচটি আবার অ্যাথলেটিকোর মাঠে। ঘরের মাঠে সিমিওনের দল সবসময় ভয়ঙ্কর। চ্যাম্পিয়নস লিগের আসরেই ২০১৪ সালের গ্রুপ পর্বে অ্যাথলেটিকোর মাঠে হেরেছিল জুভরা। ফিরতি লেগটি হয়েছিল গোলশূন্য ড্র। তবে অ্যাথলেটিকোকে ভয় পাচ্ছেন না জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি, 'অ্যাথলেটিকো আমরা ভয় পাই না।' ডিয়াগো সিমিওনে দেখছেন অন্যভাবে, 'এটা অনেকটা ফাইনালের মতোই। আমরা ভুল করতে চাই না।'

 
Electronic Paper