ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অলআউট মাত্র ১৪ রানে!

ক্রীড়া ডেস্ক
🕐 ৮:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৯

ক্রিকেট ইতিহাসে লজ্জার রেকর্ড গড়ল চীনের নারী ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৪ রানে অলআউট চীনের নারী দলটি।

রোববার ব্যাংককে থাইল্যান্ড ওমেন্স টি-টোয়োন্টি স্ম্যাশে টুর্নামেন্টে টস জিতে প্রথমে ব্যাটিং করে আরব আমিরাত। উদ্বোধনী জুটিতে চিয়া মুগলকে সঙ্গে নিয়ে ৭৯ বলে ১২১ রানের জুটি গড়েন এশা রোহিত। ৩৮ রান করে ফেরেন মুগল। ৬২ বলে ৮২ রান করেন এশা রোহিত। এছাড়া কাভিশা এগোডেজ ও নমিতা ডিসোজের ২৫ ও ২৬ রানে ভর করে ৩ উইকেটে ২০৩ রানের পাহাড় গড়ে আরব আমিরাত।

টার্গেট তাড়া করতে নেমে এশা রোহিত ও ইশনি মানানেলেজের বোলিং তোপের মুখে পড়ে মাত্র ১৪ রানে অলআউট চীন নারী ক্রিকেট দল। দলের হয়ে সর্বোচ্চ ৪ রান করেন হিন লিলি। আমিরাতের হয়ে এশা রোহিত এবং ইশানি মানানেলেজ ৩টি করে উইকেট ভাগাভাগি করেন। এছাড়া ২ উইকেট নেন নমিতা ডিসোজ।

১৮৯ রানের জয়ের রেকর্ড গড়ে আমিরাত। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এটা রানের বিচারে সর্বোচ্চ জয়। এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ১৭৯ রানে জয়ের রেকর্ড গড়েছিল নামিবিয়া।

পুরুষ-নারী মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের যে কোনো ফরম্যাটে এটাই সর্বনিম্ন রানের রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ২০১৪ সালের মার্চে শ্রীলংকার বিপক্ষে সর্বনিম্ন ৩৯ রানে অলআউট হয় নেদারল্যান্ড।

 
Electronic Paper