ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিজয় দিবস ক্যারম টুর্নামেন্ট ২০১৮ শুরু

ক্রীড়া প্রতিবেদক
🕐 ৯:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৮

বাংলাদেশ ক্যারম ফেডারেশনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় দিবস ক্যারম টুর্নামেন্ট শুরু হয়েছে।

মঙ্গলবার মওলানা ভাসানী স্টেডিয়ামের ক্যারম হলে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের কার্যক্রম শুরু হয়।

টুর্নামেন্টে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, সিলেট, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজ ও অন্যান্য সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের ৪০ জন পুরুষ খেলোয়াড় ও ১০ জন মহিলা খেলোয়াড় অংশগ্রহণ করছে।

অনুষ্ঠানের অতিথি ছিলেন- বীর মুক্তিযোদ্ধা কাজী মান্নান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- দেশ টিভির সিনিয়র বার্তা সম্পাদক মাহমুদুল হাসান শামীম, কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জগলুল করিম।

ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব আশরাফ আহমেদ লিয়নের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বিটিভির উপস্থাপক ড. সিরাজি, কবি ও গণমাধ্যমকর্মী শরাফত হোসেন, ফেডারেশনের কোষাধ্যক্ষ হাসনাইন ইমতিয়াজ শিহাব, অ্যাডভোকেট কামরুজ্জামান, এম এ রাশেদসহ  অন্যান্য কর্মকর্তাগণ এবং  চীফ আম্পায়ার মো. ফেরদৌস আখতার। টুর্নামেন্টে মিডিয়া পাটর্নার হিসেবে আছে দেশ টিভি, বাংলা ট্রিবিউন ও ডেইলি বাংলাদেশ।

 
Electronic Paper