ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অনুশীলনে ব্যথা পেয়ে ড্রেসিংরুমে সাকিব

খেলা ডেস্ক
🕐 ১:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৮

এশিয়া কাপে ইনজুরি থেকে ছিটকে যাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই মাঠে ফিরেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু আবারও ইনজুরির শঙ্কা দেখা দিয়েছে বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের সামনে।

রোববার টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আনুষ্ঠানিক অনুশীলনের সময় পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন সাকিব। ব্যথা পাওয়ার সাথে সাথে নেট ছেড়ে ড্রেসিংরুমে চলে গিয়েছেন তিনি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নেটে পাশাপাশি ব্যাটিং করছিলেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। বেলা এগারোটায় শুরু হওয়া অনুশীলনে শুরু থেকেই সাবলীল ছিলেন সাকিব। কিন্তু হুট করেই একটি ডেলিভারী এসে আঘাত হানে সাকিবের পায়ের নিচের।

সাথে সাথে ড্রেসিংরুমে চলে যান তিনি। সাকিবের ইনজুরির ধরন কতটা গুরুতর? সেটা কি কালকের ম্যাচ খেলার জন্য কোনো হুমকি? সাকিব কি আগামীকালের ম্যাচ খেলতে পারবেন? তাৎক্ষণিকভাবে এসব প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। টিম ম্যানেজম্যান্ট থেকেও জানানো হয়নি কিছুই।

তবে বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী খানিক পরে নিশ্চিত করেছেন সাকিবের সামনের পায়ের দ্বিতীয় আঙ্গুলে বল লেগেছে, এখন ড্রেসিংরুমে বরফ দেয়া হচ্ছে। দেবাশীষ বলেন, 'বেশ ভালোই ব্যথা পেয়েছে, বরফ দেয়া হচ্ছে। সাকিব বলেছে খুব সিরিয়াস মনে হচ্ছে না, তারপরও আমরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছি। পরবর্তী অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে।'

দুপুর দেড়টায় সিরিজ শুরুর আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানা যাবে সাকিবের চোটের ব্যাপারে আরও বিস্তারিত তথ্য। এর আগে এ ব্যাপারে তেমন কিছু বলতে চাননি কেউই। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ড্রেসিংরুম থেকেও আর অনুশীলন করতে মাঠে আসেননি সাকিব।

 
Electronic Paper