ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দ্বিতীয় ওয়ানডে খেলা দেখবেন যেভাবে

ক্রীড়া ডেস্ক
🕐 ১১:৫৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৮

দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে টেস্টে প্রথমবারের মতো হোয়াইটওয়াশের পর এবার মিশন ওয়ানডে সিরিজ জয়। সেই লক্ষ্যে টাইগাররা এক ধাপ এগিয়ে আছে প্রথম ম্যাচ জিতেই। মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচ জিতলেই নিশ্চিত হয়ে যাবে সিরিজ। বাংলাদেশ সময় দুপুর ১টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। প্রিয় পাঠক চলুন জানা যাক, ম্যাচটি কোন চ্যানেলে দেখা যাবে সহ ম্যাচটির সার্বিক দিক।

ম্যাচ : বাংলাদেশ- ওয়েস্ট ইন্ডিজ (ওয়ানডে সিরিজ, দ্বিতীয় ম্যাচ)।
কবে : ১১ ডিসেম্বর, মঙ্গলবার।
কখন : দুপুর ১.০০ মিনিট।
কোথায় : মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম।
খেলা দেখাবে যে চ্যানেল : গাজী টিভি ও স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি টু।

দলের খবর :

বাংলাদেশ : জিম্বাবুয়ের বিপক্ষে খেলা দলে ৫টি পরিবর্তন এনে রোববার ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নেমেছিল বাংলাদেশ। তিন পেসার ও দুই স্পিনারের সাজিয়েছিল বোলিং আক্রমণ। আর ব্যাটিং লাইন আপওে ছিল দারুণ গভীরতা। টাইগার একাদশে ছিল চারজন স্পেশালিস্ট ওপেনার। এই কম্বিনেশনে সাফল্যও এসেছে প্রত্যাশিত। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তাই টাইগার একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা কম।

ওয়েস্ট ইন্ডিজ : টেস্টে বিধ্বস্ত হওয়ার পর ওয়ানডের প্রথম ম্যাচেই হার। তাই অনেকটাই ব্যাকফুটে আছে সফরকারীরা। তবে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রভম্যান পাওয়েল এখনও আশা দেখছেন। ক্রিকেটের ছোট ফরম্যাটে ক্যারিবীয়রা তুলনামূলক শক্তিশালী। সিরিজে টিকে থাকতে হলে আজকের ম্যাচে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই তাদের সামনে।

র‌্যাঙ্কিং : আইসিসি’র সর্বশেষ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৭। অন্যদিকে অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ৯ নম্বরে।

 
Electronic Paper