ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পঞ্চমবার সোনার সু পাচ্ছেন মেসি

খেলা ডেস্ক
🕐 ৩:৪৩ অপরাহ্ণ, মে ২১, ২০১৮

আগেই জানা গিয়েছিল, এবার ইউরোপিয়ান গোল্ডেন সু জিতছেন লিওনেল মেসি। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। অবশেষে এলো সেই ঘোষণা- সোনার জুতা জিতেছেন ছোট ম্যাজিসিয়ান।

সপ্তাহখানেক আগেই শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। রোববার ছিল রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ। ইনিয়েস্তার বিদায়ী দিনে ফিলিপে কুতিনহোর গোলে ১-০ ব্যবধানের জয়ে লিগ শেষ করেছেন কাতালানরা।
এদিনই সুখবরটি পায় বার্সা। গোল্ডেন সু জিতেছেন দলের প্রাণভোমরা। এ নিয়ে পঞ্চমবারের মতো সোনার জুতা জিতলেন তিনি।
চলতি মৌসুমটা দারুণ কেটেছে মেসির। স্পেনসেরা লিগটিতে করেছেন ৩৪ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৩টি এবং লক্ষ্যে ছিল ১৪ শট। ফুটবলদেবতা সহায় থাকলে আরও গোল পেতে পারতেন।
এ পুরস্কারের দৌড়ে ওয়ান্ডারম্যান পেছনে ফেলেছেন লিভারপুল গোলমেশিন মোহাম্মদ সালাহ এবং চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ সুপারস্টার ক্রিশিয়ানো রোনাল্ডোকে।
অলরেডদের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে মিসরীয় ফরোয়ার্ডের গোল সংখ্যা ৩২। আর লা লিগায় সিআর সেভেনের গোল ২৫।
উল্লেখ্য, ইউরোপের শীর্ষ পাঁচ লিগের (লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, সিরিআ, বুন্দেসলিগা ও ফ্রেঞ্চ লিগ)সর্বোচ্চ গোলদাতাকে গোল্ডেন সু দেয় উয়েফা।

 
Electronic Paper