ঢাকা, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ | ২৫ অগ্রহায়ণ ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ফাইনালে কাল ভারতের দাদাগিরি বনাম অজি অভিজ্ঞতা

রাহুল রাজ
🕐 ৮:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৩

ফাইনালে কাল ভারতের দাদাগিরি বনাম অজি অভিজ্ঞতা

অস্ট্রেলিয়া আগামীকাল ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ভারতের। গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে খেলা শুরু হবে। বিশ্বকাপে জয় দিয়ে যাত্রা শুরু করা ভারত ফাইনালে আর টানা দুই হারে মিশন শুরু করা অস্ট্রেলিয়াও জায়গা করে নেয় ফাইনালে। এই দুই দলের মধ্যে বিশ্বকাপে শেষ সাক্ষাত হয়েছিলো ২০০৩ সালে। সেবার টানা ১০ ম্যাচ অপরাজিত থেকে অস্ট্রেলিয়া ফাইনালে খেলেছে। দুই দশক পর একই দৃশ্যপটে এবার ভারত। বিশ্বকাপ কার ঘরে ঠাঁই নেবে, এ নিয়ে ক্রিকেট বিশ্বজুড়েই আলোচনা সমালোচনা।

অস্ট্রেলিয়ার হেক্সা নাকি ভারতের তৃতীয় শিরোপা। ভারত চাইবে না শিরোপা এবার ভৌগলিক সীমারেখা অতিক্রম করুক। অজিরা দৃঢ়প্রত্যয়ী শিরোপা জয়ে। ২০০৩ সালে রিকি পন্টিংয়ের অধিনায়কত্বে জোহানেসবার্গে বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। ২ উইকেটে ৩৫৯ রান তুলেছিল অস্ট্রেলিয়া। ওই সময়ে সৌরভ গাঙ্গুলির অধিনায়কত্বে বিশ্বকাপের ফাইনাল খেলতে মাঠে নেমেছিল ভারত। ২৩৪ রান করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২৫ রানে হেরেছিল সৌরভের দল। ২০০৩ সালের ভারত ও অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ফাইনাল ম্যাচে খেলোয়াড়ের ভূমিকায় থাকা রাহুল দ্রাবিড় ২০ বছর পর আবার বিশ্বকাপ ফাইনালে। কোচ হিসাবে এবার তিনি চাইবেন বিরাট কোহলি, রোহিত শর্মাদের হাত ধরে বিশ্বকাপ জিততে। পাঁচবারের বিশ^চ্যাম্পিয়নদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বকাপ জিততে পারবে ভারত? প্যাট কামিন্সের দল কি এবার রোহিত শর্মার দলের কাছে হার মানবে, না কি ২০ বছর পর এখানেও হবে হাওয়া বদল। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন।

আজ ফাইনালে মাঠে উপস্থিত থাকার কথা ভারতের প্রধানমন্ত্রী ও অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রীর। ফাইনালের দিন থাকছে আরও আয়োজন। ভারতীয় বিমানবাহিনীর বিশেষ দল ‘সূর্যকিরণ’ আকাশে একটি প্রদর্শনী করবে। খেলা শুরুর আগে, টসের ঠিক পরেই ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার সিদেশ কার্তিকের নেতৃত্বে ৯টি বিমান স্টেডিয়ামের উপর ‘এয়ার শো’ দেখাবে। ১০ মিনিট চলবে এই প্রদর্শনী। প্রথম ইনিংসের শেষেও থাকছে নানা আয়োজন। অতীতের সব বিশ্বকাপজয়ী অধিনায়কদের আমন্ত্রণ জানানো হয়েছে ফাইনালের দিন। বিসিসিআইয়ের তরফ থেকে তাদের বিশেষ সংবর্ধনা জানানো হবে। কপিল দেব এবং মহেন্দ্র সিংহ ধোনিও রয়েছেন আমন্ত্রিতদের তালিকায়। গত জুনে ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছিল অস্ট্রেলিয়া। মাস পাঁচেকের ব্যবধানে আরো একটা আইসিসি ইভেন্টের ফাইনাল। এবারও মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। সাদা পোশাকে শিরোপা হারের ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ ভারতের সামনে। অন্যদিকে লাল বলের পর রঙিন পোশাকেও শ্রেষ্ঠত্বের মুকুট পড়ার সামনে দাঁড়িয়ে অজিরা। পুরো আসর জুড়েই একক আধিপত্য দেখিয়েছে ভারত। রাউন্ড রবিন লিগের ৯ ম্যাচসহ মোট ১০ ম্যাচ খেলে এখনো পর্যন্ত অপরাজিত রোহিত শর্মার দল। স্বাগতিকদের হারের স্বাদ দেবে এমন সাহস করতে পারেনি কোনো দল! অন্যদিকে জোড়া হার দিয়ে আসর শুরু করেছিল অস্ট্রেলিয়া। তবে এরপর রাউন্ড রবিন লিগে টানা ৭ ম্যাচ জিতেছে প্যাট কামিন্সের দল। সেমি ফাইনালসহ গত ৮ ম্যাচে অপরাজিত অজিরা। সেমি ফাইনালের একাদশ নিয়েই ফাইনালে নামার সম্ভাবনা ভারতের। শেষ মুহুর্তে এসে উইনিং কম্বিনেশন ভাঙতে চায় না কোনো দলই। তাছাড়া একাদশে খেলা মোটামুটি সবাই ভালো সময় পার করছেন। ওপেনিংয়ে ওয়ানডের সেরা ব্যাটার শুবমান গিলের সঙ্গে রোহিতের জুটি বেশ ধারাবাহিক। তিনে বিরাট কোহলি দুর্দান্ত ফর্মে আছেন। তাছাড়া মিডল অর্ডারে শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুলও রান পাচ্ছেন। সূর্য কুমার অবশ্য খুব বেশি রান করতে পারেননি। তবে লোয়ার অর্ডারে তার হার্ড হিটিং সামর্থ্য দলের জন্য বাড়তি পাওয়া হতে পারে।

সাত জন বিশেষজ্ঞ ব্যাটারের সঙ্গে এক অলরাউন্ডার আর চার বিশেষজ্ঞ বোলার খেলাতে পারে ভারত। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আসর জুড়ে পারফর্ম করেছেন রবীন্দ্র জাদেজা। একমাত্র অলরাউন্ডার হিসেবে তাকেই দেখা যাবে। চার বোলারের মধ্যে তিন পেসার-মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে একাদশে থাকতে পারেন কুলদ্বীপ যাদব। ভারতের মতোই গত ম্যাচের একাদশ নিয়েই নামতে পারে অস্ট্রেলিয়া। ওপেনিংয়ে ডেইভ ওয়ার্নার পরীক্ষিত এবং ইনফর্ম। তার সঙ্গী হিসেবে থাকতে পারেন ট্রাভিস হেড। সেমি ফাইনালে দলকে ব্যাটে-বলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তিনে খেলবেন অভিজ্ঞ মিচেল মার্শ। মিডল অর্ডারে স্টিভেন স্মিথ, মার্নাস ল্যাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল ও জশ ইংলিশের মতো ব্যাটাররা থাকবেন। হেড, মার্শ, ল্যাবুশেন ও ম্যাক্সওয়েলের মতো অলরাউন্ডার থাকায় ৪ বিশেষজ্ঞ বোলার নিয়ে একাদশ সাজাতে পারে অজি টিম ম্যানেজমেন্ট। তিন পেসার- মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডের সঙ্গে থাকবেন লেগ স্পিনার অ্যাডম জাম্পা।

 
Electronic Paper