ঢাকা, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ | ২৬ অগ্রহায়ণ ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সবচেয়ে বড় কোচিং বহর নিয়ে বিশ্বকাপে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
🕐 ১:২৩ অপরাহ্ণ, অক্টোবর ০৩, ২০২৩

সবচেয়ে বড় কোচিং বহর নিয়ে বিশ্বকাপে বাংলাদেশ

তাদেরকে বলা চলে আড়ালের নায়ক। কিংবা পাপেট মাস্টার। মাঠে না থেকেও খেলার পেছনে অদৃশ্য সুতা ধরে রেখে ম্যাচের গতিপথ নিয়ন্ত্রণ করেন একেকজন কোচ। ফুটবলের মত ডাগআউটে ব্যস্ত সময় পার না করলেও ড্রেসিংরুম থেকে কিংবা ম্যাচের আগে খেলোয়াড়দের তৈরি করার কাজটা করেন কোচরাই।

 

বিশ্বকাপের আসরে খেলোয়াড়দের পাশাপাশি নজর থাকবে এসব কোচদের উপরেও। এবারের বিশ্বকাপে ক্রিকেট জগতের অনেক কিংবদন্তিকেই দেখা যাবে কোচের ভূমিকায়। রাহুল দ্রাবিড়, অ্যালান ডোনাল্ড, মরনে মরকেল, গ্রাহাম গুচরা থাকবেন ড্রেসিংরুমের মাস্টারমাইন্ড হয়ে।

এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি কোচ নিয়ে হাজির হচ্ছে বাংলাদেশ। ১৫ জনের দলের সঙ্গে আছেন ৮জন কোচ। তবে বেশিরভাগ দলেই কোচের সংখ্যা ৪।

 
Electronic Paper