ঢাকা, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ | ২৫ অগ্রহায়ণ ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিপিএলে একই দলে মুশফিক-তামিম-রিয়াদ

অনলাইন ডেস্ক
🕐 ৩:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৩

বিপিএলে একই দলে মুশফিক-তামিম-রিয়াদ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে এক ফ্র্যাঞ্চাইজিতে খেলবেন জাতীয় দলের তিন তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল। তারা খেলবেন ফরচুন বরিশালের হয়ে।

 

একইসঙ্গে রোববার (২৪ সেপ্টেম্বর) প্লেয়ার্স ড্রাফট থেকে ফ্র্যাঞ্চাইজিটি দলে ভিড়িয়েছে মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, খালেদ আহমেদ ও যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার রাকিবুল হাসান জুনিয়রকে।

বরিশাল আগেই সরাসরি চুক্তিবদ্ধ হয়েছিল তামিম ইকবালের সঙ্গে।

এদিকে প্রথম রাউন্ডে দেশীয় ক্রিকেটারদের ভেতর দল পেয়েছেন আফিফ হোসেন ধ্রুব, রনি তালুকদার, শামিম পাটোয়ারি, মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকের আলি, সাইফ হাসান, ইরফান শুক্কুর, রুবেল হোসেন ও রেজাউর রহমান রাজাও।

আফিফ ও রুবেলকে দলে ভিড়িয়েছে খুলনা টাইগার্স। রনি ও শামিমকে রংপুর রাইডার্স, মৃত্যুঞ্জয় ও জাকের আলিকে কুমিল্লা ভিক্টোরিয়ানস, সাইফ হাসান ও ইরফানকে দুর্দান্ত ঢাকা দলে টেনে নিয়েছে।

এ ছাড়া আল আমিন, সৈকত আলি ও ইমরানুজ্জামানকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আর রাজাকে দলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স।

 
Electronic Paper