ঢাকা, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ৩০ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নারীবিদ্বেষী ইস্যুতে বিসিবিকে যা বলেছেন তানজিম সাকিব

অনলাইন ডেস্ক
🕐 ৩:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৩

নারীবিদ্বেষী ইস্যুতে বিসিবিকে যা বলেছেন তানজিম সাকিব

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের এক সপ্তাহ না পার হতেই মুদ্রার দুই পিঠই পরখ করলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী পেসার তানজিম হাসান সাকিব। এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে আলোচনায় আসেন তরুণ এই পেসার।

 

ম্যাচটিতে আলো ছড়িয়ে নজর কেড়েছেন এই ক্রিকেটার। যা তাকে দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি এনে দিয়েছে। তারই প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ভারতের সাবেক দুই ক্রিকেটার দিনেশ কার্তিক ও অনিল কুম্বলে। মূলত বোলার হলেও অভিষেক ম্যাচে শেষদিকে ব্যাট হাতে নেমে ৮ বল খেলে এক চার ও এক ছক্কার সাহায্যে ১৪ রান করেন। এরপর বল হাতে ৭ দশমিক ৫ ওভারে এক মেডেন ও ৩২ রান দিয়ে তুলে নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও তরুণ তিলক ভার্মার উইকেট।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো কিছু পোস্টের কারণে নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। অবস্থা এতটাই মারাত্মক যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পর্যন্ত গড়িয়েছে বিষয়টি। আর বিসিবির জেরার মুখে ভুলও স্বীকার করেছেন তরুণ এই পেসার। এরপর তাকে সতর্ক করে সাবধান করেছে বিসিবি।

সাকিবের বরাতে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) মিরপুরে গণমাধ্যমকে বিসিবির ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ইউনুস বলেছেন, সে (তানজিম) বলেছে আমি দুঃখিত। আমরা সতর্ক করেছি ভবিষ্যতে যেন এমন পোস্ট আর না দেওয়া হয়। সে বলেছে এ ধরনের পোস্ট থেকে বিরত থাকবে। সে যেহেতু ভুল স্বীকার করেছে। সে একটা বড় কথা বলেছে— সে নারীবিদ্বেষী নয়। সে বলেছে আমার মা তো একজন নারী। আমি কীভাবে নারীবিদ্বেষী হতে পারি। (সে কোন ধ্যানধারণার অনুসারী, তার মানসিকতা কেমন) অবশ্যই এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা তাকে পর্যবেক্ষণ করব।

বিসিবির ঊর্ধ্বতন এই কর্মকর্তা বলেন, তানজিম সাকিব ভবিষ্যতে এমন কিছুর পুনরাবৃত্তি করলে ব্যবস্থা নেবে বিসিবি। জালাল ইউনুসের ভাষায়, তার পরিবারও এ ব্যাপারে খুবই শঙ্কিত। এমন পরিস্থিতি তারাও আশা করেনি। তারাও দুঃখিত। সামনে বিশ্বকাপ আছে, সে তরুণ ছেলে, বয়স কম। এজন্য তাকে সতর্ক করে দেওয়া হয়েছে। এরপরও ওরকম কিছু যদি থাকে তাহলে আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।

 
Electronic Paper