ঢাকা, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১৫ আশ্বিন ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পরীমণিকে টপকে শীর্ষে সাকিব

অনলাইন ডেস্ক
🕐 ৪:৩৮ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৩

পরীমণিকে টপকে শীর্ষে সাকিব

সাকিব আল হাসান আর রেকর্ড যেন একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। যত দিন যাচ্ছে একের পর এক মাইলফলক স্পর্শ করছেন দেশসেরা এই অলরাউন্ডার। অর্জনের মুকুটে এবার আরও একটি পালক যোগ হলো দেশের ক্রিকেটের এই পোস্টারবয়ের।

বাংলাদেশের সর্বোচ্চ ফেসবুক ফলোয়ার বর্তমানে বাঁহাতি এই অলরাউন্ডারের। ১৬ মিলিয়ন ফলোয়ার বর্তমানে সাকিবকে অনুসরণ করছে তার ভেরিফায়েড পেজে।

আর তাতেই পরীমণিকে টপকে বাংলাদেশের সবচেয়ে বেশি ফলো হওয়া তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন জাতীয় দলের তিন ফরম্যাটের এই দলপতি।

সাকিবের বর্তমান ফলোয়ার সংখ্যা ১৬ মিলিয়ন। দ্বিতীয় অবস্থানে থাকা তারকা পরীমণির ফেসবুকে ফলোয়ার ১৫ মিলিয়ন।

তিনে থাকা মুশফিকুর রহিমের ফেসবুকে ফলোয়ার ১৩ মিলিয়ন।

এখন পর্যন্ত জনপ্রিয় তারকাদের ভেতর সবচেয়ে বেশি ফেসবুক ফলোয়ার রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। বর্তমানে তার ফেসবুক ফলোয়ার ১৬৫ মিলিয়ন। বিশ্বকাপজয়ী লিওনেল মেসির ফেসবুকে ফলোয়ার ১১৫ মিলিয়ন। আর নেইমার জুনিয়রের ৯১ মিলিয়ন।

 
Electronic Paper