মার্টিনেজের বিশ্বাস তারাই জিতবে উয়েফা চ্যাম্পিয়নস লিগ
ক্রীড়া ডেস্ক
🕐 ৯:১৭ অপরাহ্ণ, জুন ০৫, ২০২৩

ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ উয়েফা চ্যাম্পিয়নশিপ। যা খেলার জন্য মুখিয়ে আছেন ইন্টার মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। ইতালিয়ান লিগ চ্যাম্পিয়ন হওয়া এই দলটির ভরসার জায়গা তিনি।
প্রতিপক্ষ ইংলিশ ফুটবলের ঘরোয়া মৌসুমে ডাবল শিরোপা বিজয়ী ম্যানচেস্টার সিটি। এই দলেও রয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার আলভারে। আগামী ১১ জুন ইস্তাম্বুলে আতাতুর্ক স্টেডিয়ামে দুদলে অনুষ্ঠিত হবে শিরোপা লড়াই। কারা জিতবে ম্যাচ! এ নিয়ে চলছে অন্তহীন আলোচনা। তবে মার্টিনেজের আশা শিরোপা নির্ধারণী লড়াইয়ে সেরা দল হিসেবে তারাই জিতবেন ও শিরোপা উঁচিয়ে ধরবেন।
উয়েফাকে দেওয়া সাক্ষাৎকারে মার্টিনেজ বলেছেন, ‘এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে তারা বিশ্বের সেরা ক্লাবগুলোর একটি। তারা যে ঘরানার ফুটবল খেলে সেটা আমি সত্যিই পছন্দ করি এবং প্রতিপক্ষ হিসেবে তাদের মোকাবিলা করা খুবই কঠিন হবে। তবে গ্রুপ পর্ব ও নকআউট পর্বে আমরা কঠিন প্রতিপক্ষদেরই মুখোমুখি হয়েছি এবং খুবই ভালো পারফর্ম করেছি।’
ফাইনাল ম্যাচকে সামনে রেখে তিনি বলেছেন, ‘আমাদের উপভোগ করার চেষ্টা করি উচিত কারণ প্রতিদিন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলার সুযোগ মেলে না। আমাদের সবার জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার হতে যাচ্ছে এটি। এখন যেটা বাকি আছে তা হলো পরিশ্রম করা ও যতটা সম্ভব ভালো খেলা। সেরা দলই জিতবে এবং আশা করি, ম্যাচের শেষে আমরা শিরোপা উঁচিয়ে ধরব।’
চলতি মৌসুমে মার্টিনেজ ৫৬ ম্যাচে ২৮ গোল ও ১১ অ্যাসিস্ট করেছেন। ইন্টারের আক্রমণভাগে তার সঙ্গীদের মধ্যে আছেন বসনিয়ান স্ট্রাইকার এদিন জেকো ও বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকু। ফাইনালে এই দুজনও পার্থক্য গড়ে দেওয়ার মতো যথেষ্ট ক্ষমতাধর।
এ সকল সতীর্থদের নিয়ে তিনি প্রত্যাশা করেছেন, ‘তারা ভিন্ন ধরনের খেলোয়াড়। এদিন বল পায়ে রেখে খেলতে পছন্দ করে, সে নিচে নেমে আসে এবং সতীর্থদের সঙ্গে সংযোগ তৈরি করে। অন্যদিকে, রোমেলু সাধারণত ফাঁকা জায়গাগুলো দিয়ে আক্রমণে যায় এবং প্রতিপক্ষের ডিফেন্ডারদের তার অনুগামী করিয়ে দ্বিতীয় স্ট্রাইকারের জন্য জায়গা তৈরি করে।’
ইন্টারের জন্য নিজেকে উজাড় করে দেওয়ার বার্তা দিয়ে ২৫ বছর বয়সী ফুটবলার বলেছেন, ‘দুজনের সঙ্গেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি তাদের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি এবং দলের যা প্রয়োজন তাই করি। এদিনের জন্য জায়গা বানাতে যদি আমাকে ফাঁকা জায়গা দিয়ে আক্রমণ করতে হয়, তাহলে আমি এটা সহজেই করতে পারি এবং একই জিনিস রোমেলুর জন্যও প্রযোজ্য।’
এ বিভাগের অন্যান্য সংবাদ
