ঢাকা, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ৩০ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এফএ কাপের আগে ইনজুরি আতঙ্কে গার্দিওলা

ক্রীড়া ডেস্ক
🕐 ৬:০৪ অপরাহ্ণ, মে ২৯, ২০২৩

এফএ কাপের আগে ইনজুরি আতঙ্কে গার্দিওলা

লিগ শিরোপা নিশ্চিত ম্যানচেস্টার সিটির। অপেক্ষায় আছে আরো দুটি শিরোপা ঘরে তোলার। আগামী ৪ জুন এফএ কাপের ফাইনালে প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর আগামী ১০ জুন ইউরোপা চ্যাম্পিয়নশিপের লড়াই। সে লড়াইয়ে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান।

 

ম্যাচ দুটিতে মুখোমুখি হবার আগে সুস্থতা ফিরে পেতে লড়াই করছেন কেভিন ডি ব্রুইনা, জ্যাক গ্রিলিশ ও রুবেন দিয়াস।

ইনজুরির কারণে রোববার ব্রেন্টফোর্ডের বিপক্ষে সিটির হয়ে খেলতে পারেননি বেলজিয়ান মিডফিল্ডার ডি ব্রুইনা, ইংল্যান্ড উইঙ্গার গ্রিলিশ ও পর্তুগাল ডিফেন্ডার রুবেন দিয়াস। ম্যাচে ১-০ গোলে হেরে যায় গার্দিওলার শিষ্যরা।

তবে আগামী সপ্তাহে ওয়েম্বলিতে সিটিজেনদের জয়ের লক্ষ্য পুরণ ব্যাঘাত ঘটতে পারে যদি না ডি ব্রুইনা, গ্রিলিশ ও দিয়াস সময়মত সুস্থতা ফিরে না পান। ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের আগে এইসব তারকারা সুস্থ হয়ে উঠবেন কিনা এ সম্পর্কে সিটি বস গার্দিওলা বলেন,‘ এই মুহুর্তে ঠিক বলতে পারছি না। তবে আমি আশাবাদি।’

তিনি বলেন,‘রুবেন, জ্যাক ও কেভিন খেলতে পারেনি, এমনটাই সত্যি। আমার মনে হয় তারা প্রস্তুতি নেবে। কিন্তু অনুশীলনে তাদের প্রস্তুত করা কঠিন হবে। সেজন্য এই ম্যাচে যারা খেলেছে তাদের দেখতে হয়েছে।’

ব্রেন্টফোর্ড একমাত্র দল যারা এই মৌসুমে সিটিকে দুইবার পরাজিত করেছে। ২০১৬ সালে সিটির দায়িত্ব নেয়ার পর এই নিয়ে পঞ্চমবারের মতো তাদের হারিয়েছে ব্রেন্টফোর্ড।

গার্দিওলা বলেন,‘আমি নিশ্চিত পয়েন্টের প্রয়োজন হলে আমাদের আচরণ ভিন্ন হতো। এই ম্যাচে দলের আচরণ নিয়ে আমার কোন অভিযোগ নেই। আমি ছেলেদের বলেছি, তোমরা সবেমাত্র শিরোপা জয় করেছ। সুতরাং পরিবারের সদস্যদের নিয়ে দুইদিন আনন্দ কর। এরপর আমরা প্রথম ফাইনালের জন্য প্রস্তুতি নেব। দলের হয়ে যারা নিয়মিত খেলে থাকে তারা কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিল বলেই তারা খেলেনি। ইউনাইটেডের বিপক্ষে পূর্ন শক্তি নিয়ে মুখোমুখি হবার জন্য তাদের বিশ্রামের প্রয়োজন ছিল।’

 
Electronic Paper