ঢাকা, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ১০ আশ্বিন ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আইপিএল চ্যাম্পিয়ন ও প্রাইজমানি

ক্রীড়া ডেস্ক
🕐 ৮:২৯ অপরাহ্ণ, মে ২৭, ২০২৩

আইপিএল চ্যাম্পিয়ন ও প্রাইজমানি

সময়ের সঙ্গে বাড়ছে আইপিএল ক্রেইজ। বাড়ছে ক্রিকেটারদের পারিশ্রমিক। পাশাপাশি প্রাইজমানির উন্নতির গ্রাফটাও ক্রমাম্বয়ে আকর্ষনীয় হয়ে উঠছে। ২০০৮ সাল থেকে শুরু হয় ভারতীয় এই রঙিন ক্রিকেট। উদ্বোধনী বছর চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ছিলো চার দশমিক আট কোটি রুপি। রানার্স পেয়েছিলো দুই দশটি চার কোটি রুপি। সেটি এখন পাঁচগুন বৃদ্ধি পেয়েছে। এবারের আইপিএল চ্যাম্পিয়ন দল পাবে বিশ কোটি রুপি। রানার্স আপ দল পাবে তের কোটি রুপি।

 

নিম্মে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলগুলোর প্রাইজমানির পরিমান খোলা কাজজের পাঠকদের সামনে তুলে ধরা হয়েছে..

আইপিএল প্রাইজ মানি (২০০৮-২০২৩)
২০২৩ :
চ্যাম্পিয়ন: ২০ কোটি রুপি
রানার্স আপ: ১৩ কোটি রুপি
২০২২ :
চ্যাম্পিয়ন (গুজরাট) : ২০ কোটি রুপি
রানার্স আপ (রাজস্থান) : ১৩ কোটি রুপি
২০২১ :
চ্যাম্পিয়ন (চেন্নাই) : ২০ কোটি রুপি
রানার্স আপ (কলকাতা) : ১২.৫ কোটি রুপি
২০২০ :
চ্যাম্পিয়ন ( মুম্বাই) : ১০ কোটি রুপি (করোনার জন্য প্রাইজ মানি কমানো হয়)
রানার্স আপ (দিল্লি) : ৬.২৫ কোটি রুপি
২০১৯ :
চ্যাম্পিয়ন (মুম্বাই) : ২০ কোটি রুপি
রানার্স আপ (চেন্নাই) : ১২.৫ কোটি রুপি
২০১৮
চ্যাম্পিয়ন (চেন্নাই) : ২০ কোটি রুপি
রানার্স আপ (হায়দারাবাদ) : ১২.৫ কোটি রুপি
২০১৭ :
চ্যাম্পিয়ন (মুম্বাই) : ২০ কোটি
রানার্স আপ (পুনে) : ১১কোটি রুপি
২০১৬:
চ্যাম্পিয়ন (হায়দারাবাদ) : ২০ কোটি রুপি
রানার্স আপ (বেঙ্গালুরে) : ১১ কোটি রুপি
২০১৫:
চ্যাম্পিয়ন (মুম্বাই) : ১৫ কোটি রুপি
রানার্স আপ (চেন্নাই) : ১০ কোটি রুপি
২০১৪ :
চ্যাম্পিয়ন ( কোলকাতা) : ১৫ কোটি রুপি
রানার্স আপ (পাঞ্জাব) : ১০ কোটি রুপি
২০১৩ :
চ্যাম্পিয়ন (মুম্বাই ): ১০ কোটি রুপি
রানার্স আপ (চেন্নাই) : ৫ কোটি রুপি
২০১২ :
চ্যাম্পিয়ন ( কোলকাতা ): ১০ কোটি রুপি
রানার্স আপ( চেন্নাই) : ৫ কোটি রুপি
২০১১:
চ্যাম্পিয়ন (চেন্নাই) : ১০ কোটি রুপি
রানার্স আপ (বেঙ্গালুর) : ৫ কোটি রুপি
২০১০ :
চ্যাম্পিয়ন (চেন্নাই) : ১০ কোটি রুপি
রানার্স আপ (মুম্বাই) : ৫ কোটি রুপি
২০০৯ :
চ্যাম্পিয়ন ( ডেকেন ) : ৪.৮ কোটি রুপি
রানার্স আপ (বেঙ্গালুর) : ২.৪ কোটি রুপি
২০০৮ :
চ্যাম্পিয়ন ( রাজস্থান) : ৪.৮ কোটি রুপি
রানার্স আপ (চেন্নাই) : ২.৪ কোটি রুপি

 
Electronic Paper