ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আইপিএল

ট্রফি জয়ে বদ্ধপরিকর গুজরাট, প্রস্তুত চেন্নাই

ক্রীড়া ডেস্ক
🕐 ৮:০৯ অপরাহ্ণ, মে ২৭, ২০২৩

ট্রফি জয়ে বদ্ধপরিকর গুজরাট, প্রস্তুত চেন্নাই

ভারত জুড়ে চলছে ক্রিকেট উত্তেজনা। অর্থের ঝনঝনানিতে আইপিএলের বাইশ গজের ক্রিকেট যুদ্ধ ভিন্ন রঙে রঙিন। সকল ঝড়-ঝাপটা উতরায়ে গত প্রায় একমাসের ক্রিকেট যুদ্ধের পর এবার ট্রফি জয়ের লড়াই।

 

চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই কিংসের মুখোমুখি গুজরাট টাইটান্স। ২৮ মে দু’দলের ট্রফি ঘরের তোলার লড়াই। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ফাইনাল এই ম্যাচটি। যারাই জিতবে তাদের ঘরেই উঠবে ষোড়শ আইপিএল ট্রফি।

আর তাই দু’দলের সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করাই স্বাভাবিক। গেলবার প্রথমবারের মত আইপিএল খেলতে নেমেই শিরোপা জয় করে গুজরাট। শিরোপা ধরে রাখতে তারা এবার বদ্ধপরিকর। হার্ডিক-গিলরা তাই মুখিয়ে আছেন আহমেদাবাদের রাতটিকে রঙিন করে তুলতে। অন্য দিকে রেকর্ড পঞ্চম শিরোপা জয়ের দিকে পাখির চোখ ধোনির চেন্নাইয়ের।

এবারের আসরে লিগ পর্বের সেরা দল হয়ে প্লে-অপে উঠে গুজরাট। এরপর ১৪ ম্যাচে সর্বোচ্চ ২০ পয়েন্ট সংগ্রহ করেছিলো তারা। ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল চেন্নাই। টেবিলের শীর্ষ দুই স্থানে থাকায় কারনে প্রথম কোয়ালিফাইয়ারে খেলার সুযোগ পায় গুজরাট ও চেন্নাই। প্রথম কোয়ালিফাইয়ারে গুজরাটকে ১৫ রানে হারিয়ে সরাসরি ফাইনালে উঠে চেন্নাই।

দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে তা পুষিয়ে নেন গিলরা। মুম্বাই ইন্ডিয়ানকে ৬২ রানের বড় ব্যবধানে পরাজিত ফাইনালের টিকিট আদায় করে নেয় গুজরাট। গেল এর ১২৪ রানের রেকর্ড রানের জবাবে ২৩৩ রান সংগ্র করে গুজরাট। কুড়ি ওভারের খেলায় এতা বড় স্কোর তাড়া করতে গিয়ে একটা সময় খেই হারিয়ে ফেলে মুম্বাই।

শুভমান গিলের এটা সর্বোচ্চ স্কোর। চার ম্যাচে করেন ৮৫১ রান। এই আসরে করেন তিন সেঞ্চুরি। রানের ধারাবাহিকতায় থাকা গিলের পারফরম্যান্সই গুজরাটর ট্রাম কার্ড। তাইতো ফাইনাল ম্যাচ নিয়ে গুজরাটের অধিনায়কের ভরসার জায়গাটা অনেক উচ্চতায়।

অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলেন, ‘আমরা নিজেদের সেরাটা দেবো। কি ফলাফল হবে সেটা আমাদের কাছে এখন বড় নয়। সবাই মিলে শতভাগ দিতে পারলে সাফল্য আসবে। যা খুশি ফল হতে পারে। আমি ইতিবাচক ক্রিকেট খেলতে চাই।’

আগের ম্যাচের ন্যায় ফাইনালের মঞ্চেও গিলের জ্বলে উঠার অপেক্ষায় গুজরাট। তাইতো ফাইনাল নিয়ে চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির রয়েছে বিশষ পরিকল্পনা। ধোনী বলেন, ‘আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে চাই। গুজরাট খুবই ভালো দল। পুরো আসরে ভালো খেলেছে। তাদের নিয়ে আমাদের বিশেষ পরিকল্পনা রয়েছে। আমাদের লক্ষ্য শিরোপা।’

উল্লেখ্য উদ্বোধনী অনুষ্ঠানের মত সমাপনী অনুষ্ঠানও থাকছে এবারের আইপিএলে। ফাইনালের টসের আগে হবে আইপিএলের সমাপনী অনুষ্ঠান। বলিউডের তারকা র‌্যাপার, ডিজে এবং গায়কদের পারফর্ম করতে দেখা যাবে। চ্যাম্পিয়ন দল পাবে ২০ কোটি রুপি। রানার্স দল পাবে ১৩ কোটি রুপি।

 
Electronic Paper