তৃতীয় দিনে ১৬৬ রানে লিডে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
🕐 ৮:২৫ অপরাহ্ণ, মে ২৫, ২০২৩

দিনের প্রথম সেশনের ব্যাটিংয়ের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের মধ্যকার চারদিনের ম্যাচটি। আজ তৃতীয় দিনের ব্যাটিং শেষে বাংলাদেশ লিড নিয়েছে ১৬৬ রানের। আগামীকাল শুক্রবার পুরো একদিন বাকি। হাতে রয়েছে চার উইকেট।
উইন্ডিজদের বিপক্ষে বড় লক্ষ্য দাঁড় করাতে না পারলে ম্যাচ বাঁচানো কঠিন হয়ে উঠতে পারে স্বাগতিক বাংলাদেশ ‘এ’ দলের। প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’ দলের গড়া ২৩৭ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল আজ বৃহস্পতিবার তাদের প্রথম ইনিংস শেষ করে ৩৪৫ রানে। একই দিন দ্বিতীয় ইনিংসের ব্যটিংয়ে নেমে বাংলাদেশ ‘এ’ দল দিনশেষে ৬ উইকেটে সংগ্রহ করেছে ২৭৪ রান।
প্রথম ইনিংসের চেয়ে ব্যাটাররা যেন কিছুটা নড়েচড়ে উঠেন। কিন্তু অধিনায়ক আফিফ হোসাইন এবারো রান তুলতে ব্যর্থ হয়েছেন। তবে ওপেনার সাদমান ইসলাম প্রথম ইনিংসে তার ব্যাটিং ব্যর্থতা কিছুটা পুষিয়ে নিয়েছেন, ১২৭ বলে ৭৪ রানের ইনিংস গড়ে। শাহাদাত হোসেন দিপুও হাফ সেঞ্চুরি করেন। ভরসা হয়ে ব্যাটিং করছেন ইরফান সুকুমার। তিনি ৬৪ রানে ব্যাট করছেন। তার সঙ্গে ম্যাচের চতুর্থদিনে ব্যাটিংয়ে নামবেন নাঈম হাসান। নাঈম ৩১ বলে ১৪ রানে অপরাজিত রয়েছেন।
তবে বল হাতে বাংলাদেশের হয়ে সফল ছিলেন তানজিম সাকিব। তিনি এই ইনিংসে ৫৯ রানে দখল করেন ৪ উইকেট। অপর বোলার সাইফ হাসান ৩৭ রানে পান ২ উইকেট।
এ বিভাগের অন্যান্য সংবাদ
