ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ওয়ানডে বিশ্বকাপ-২০২৩: বাছাই পর্ব শুরু ১৮ জুন

ক্রীড়া ডেস্ক
🕐 ৭:৫৩ অপরাহ্ণ, মে ২৩, ২০২৩

ওয়ানডে বিশ্বকাপ-২০২৩: বাছাই পর্ব শুরু ১৮ জুন

আর মাত্র চার মাস পরেই ভারতে গড়াতে যাচ্ছে ওয়ান ডে বিশ্বকাপ ক্রিকেট। সে লক্ষ্যে অংশগ্রহনকারী দেশগুলোর চলছে ব্যপক প্রস্তুতি। আগামী অক্টোবর-নবেম্বরেই শুরু হবে বাইশ গজের এই ক্রিকেট যুদ্ধ। চূড়ান্ত পর্বে খেলবে মোট দশটি দল। ইতিমধ্যে আটটি দল সুপার লিগের ভিত্তিতে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। বাকি দুটি দল বাছাই পর্বের লড়াই উতরায়ে খেলবে চূড়ান্ত পর্বে।

গতকাল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বাছাই পর্বের সূচি চূড়ান্ত করেছে। আগামী ১৮ জুন থেকে জিম্বাবুয়েতে শুরু হবে বিশ্বকাপের বাছাই পর্ব। এরপর আগামী অক্টোবরে ভারতের মাটিতে শুরু হবো বিশ্বকাপের ১৩তম আসর। বাছাই পর্ব অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের প্রতিপক্ষ নেপাল। একই দিন ওয়েস্ট ইন্ডিজ লড়বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

বাছাই পর্বের সেরা দুটি দল বিশ্বকাপের মূল আসরে খেলার টিকিট পাবে। গ্রুপ-এ’তে আছে- ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, নেপাল ও যুক্তরাষ্ট্র। গ্রুপ-বি’তে আছে- শ্রীলংকা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

গ্রুপ পর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। প্রতি গ্রুপের শীর্ষ তিন দল সুপার সিক্সে খেলবে। ২৯ জুন থেকে শুরু হবে সুপার সিক্স।

সুপার সিক্সের প্রতি দল তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। গ্রুপ-‘এ’ থেকে সুপার সিক্সে ওঠা দলগুলো খেলবে গ্রুপ-‘বি’র দলগুলোর সাথে। সুপার সিক্সের শীর্ষ দুই দল বিশ্বকাপে খেলার জন্য যোগ্যতা অর্জন করবে। ওই শীর্ষ দু’দল ৯ জুলাই বাছাই পর্বের ফাইনালে খেলবে।

সুপার সিক্সে উঠতে ব্যর্থ চারটি দল খেলবেপ্লে-অফ ম্যাচ।

বিশ্বকাপ বাছাই পর্বের সূচি :
গ্রুপ পর্ব :
১৮ জুন ২০২৩ : জিম্বাবুয়ে-নেপাল, হারারে স্পোর্টস ক্লাব
১৮ জুন ২০২৩ : ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্র, টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব
১৯ জুন ২০২৩ : শ্রীলংকা-সংযুক্ত আরব আমিরাত, কুইন্স স্পোর্টস ক্লাব
১৯ জুন ২০২৩ : আয়ারল্যান্ড-ওমান, বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাব
২০ জুন ২০২৩ : জিম্বাবুয়ে-নেদারল্যান্ডস, হারারে স্পোর্টস ক্লাব
২০ জুন ২০২৩ : নেপাল-যুক্তরাষ্ট্র, টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব
২১ জুন ২০২৩ : আয়ারল্যান্ড-স্কটল্যান্ড, কুইন্স স্পোর্টস ক্লাব
২১ জুন ২০২৩ : ওমান-সংযুক্ত আরব আমিরাত, বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাব
২২ জুন ২০২৩ : ওয়েস্ট ইন্ডিজ-নেপাল, হারারে স্পোর্টস ক্লাব
২২ জুন ২০২৩ : নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্র,টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব
২৩ জুন ২০২৩ : শ্রীলংকা-ওমান, কুইন্স স্পোর্টস ক্লাব
২৩ জুন ২০২৩ : স্কটল্যান্ড-সংযুক্ত আরব আমিরাত, বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাব
২৪ জুন ২০২৩ : জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজ, হারারে স্পোর্টস ক্লাব
২৪ জুন ২০২৩ : নেদারল্যান্ডস-নেপাল, টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব
২৫ জুন ২০২৩ : শ্রীলংকা-আয়ারল্যান্ড, কুইন্স স্পোর্টস ক্লাব
২৫ জুন ২০২৩ : স্কটল্যান্ড-ওমান, বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাব
২৬ জুন ২০২৩ : জিম্বাবুয়ে-যুক্তরাষ্ট্র, হারারে স্পোর্টস ক্লাব
২৬ জুন ২০২৩ : ওয়েস্ট ইন্ডিজ-নেদারল্যান্ডস, টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব
২৭ জুন ২০২৩ : শ্রীলংকা-স্কটল্যান্ড, কুইন্স স্পোর্টস ক্লাব
২৭ জুন ২০২৩ : আয়ারল্যান্ড-সংযুক্ত আরব আমিরাত, বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাব

সুপার সিক্স পর্ব :
২৯ জুন ২০২৩ : এ২-বি২, কুইন্স স্পোর্টস ক্লাব
৩০ জুন ২০২৩ : এ৩-বি১, কুইন্স স্পোর্টস ক্লাব
৩০ জুন ২০২৩ : এ৫-বি৪, টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব (প্লে-অফ)
১ জুলাই ২০২৩ : এ১-বি৩, হারারে স্পোর্টস ক্লাব
২ জুলাই ২০২৩ : এ২-বি১, কুইন্স স্পোর্টস ক্লাব
২ জুলাই ২০২৩ : এ৪-বি৫, টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব (প্লে-অফ)
৩ জুলাই ২০২৩ : এ৩-বি২, হারারে স্পোর্টস ক্লাব
৪ জুলাই ২০২৩ : এ২-বি৩, কুইন্স স্পোর্টস ক্লাব
৪ জুলাই ২০২৩ : সপ্তম-অষ্টম, টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব (প্লে-অফ)
৫ জুলাই ২০২৩ : এ১-বি২, হারারে স্পোর্টস ক্লাব
৬ জুলাই ২০২৩ : এ৩-বি৩, কুইন্স স্পোর্টস ক্লাব
৬ জুলাই ২০২৩ : নবম-দশম, টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব (প্লে-অফ)
৭ জুলাই ২০২৩ : এ১-বি১, হারারে স্পোর্টস ক্লাব
৯ জুলাই ২০২৩ : ফাইনাল, হারারে স্পোর্টস ক্লাব

 
Electronic Paper