ঢাকা, শনিবার, ১ এপ্রিল ২০২৩ | ১৭ চৈত্র ১৪২৯

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সিলেট স্ট্রাইকার্সে যোগ দিলেন আরও দুই বিদেশি

ডেস্ক রিপোর্ট
🕐 ১:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ০১, ২০২৩

সিলেট স্ট্রাইকার্সে যোগ দিলেন আরও দুই বিদেশি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কখনও শিরোপা জেতেনি সিলেট স্ট্রাইকার্স। তবে বিপিএলের নবম আসরে সিলেটের নেতৃত্ব ভার দেশসেরা কাপ্তান মাশরাফী বিন মোর্ত্তজার হাতে তুলে দেওয়ার পরই বদলে গেছে ফ্রাঞ্চাইজিটির চেহারা। এবার প্রথম দল হিসেবে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে তারা। তবে বিপিএলে শিরোপার স্বাদ না পাওয়া সিলেট চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে দলে আরও শক্তি বাড়াচ্ছে। তাই পাকিস্তানের পেসার মোহাম্মদ ইরফান এবং আফগান অলরাউন্ডার গুলবাদিন নাইবকে যুক্ত করেছে সিলেট ফ্রাঞ্চাইজি।

বুধবার (১ ফেব্রুয়ারি) সিলেট স্ট্রাইকার্স ফ্রাঞ্চাইজি তাদের অফিশিয়াল ফেসবুক পেইজে মোহাম্মদ ইরফান এবং গুলবাদিন নাইবকে দলের সঙ্গে যুক্ত হওয়ার কথাটি নিশ্চিত করেছে। যেখানে তারা লিখেছে, পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান এবং আফগান অলরাউন্ডার গুলবাদিন নাই যোগ দিয়েছেন স্ট্রাইকার্স শিবিরে। তাদের উপস্থিতি আরও শক্তিশালী করে তুলবে দলকে।

গুলবাদিন নাইব ছিলেন বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে। অন্যদিকে মোহাম্মদ ইরফানকে সরাসরি চুক্তিতে টুর্নামেন্টের মাঝপথে নিয়ে এসেছে সিলেট। উল্লেখ্য, এবার উড়ন্তু ফর্মে রয়েছে সিলেট স্ট্রাইকার্স। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৮টিতেই জিতেছে সিলেট। ফলে ৯ ম্যাচে ৬ জয় তোলা ফরচুন বরিশালের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে শীর্ষে অবস্থান করছে মুশফিক-রুবেল হোসেনরা। 

 
Electronic Paper