ঢাকা, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ | ৭ চৈত্র ১৪২৯

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হকি বিশ্বকাপ জিতলো জার্মানি

ক্রীড়া ডেস্ক
🕐 ১২:১১ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৩

হকি বিশ্বকাপ জিতলো জার্মানি

হাড্ডাহাড্ডি লড়াই। নির্ধারিত সময়ে কোনও দলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারেনি। এক দল গোল করছে তো অন্য দল শোধও করছে। শেষ পর্যন্ত টাইব্রেকারে নিষ্পত্তি হয়েছে বিশ্বকাপ হকির ফাইনালের ভাগ্য নির্ধারণ। নির্ধারিত সময়ে ৩-৩ গোলে ড্রয়ের পর ভাগ্য পরীক্ষায় জার্মানি ৫-৪ গোলে বেলজিয়ামকে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে।

ভারতের ভুবনেশ্বরে রবিবার ফাইনালে দুই দলই আক্রমণ প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলেছে। বেলজিয়াম শুরুতে দুই গোলে এগিয়ে থেকেও ম্যাচ জিততে পারেনি। বর্তমান চ্যাম্পিয়নরা ৯,১০ ও ৫৮ মিনিটে গোল তিনটি পেয়েছে। বিপরীতে জার্মানি ২৮,৪০ ও ৪৭ মিনিটে লক্ষ্যভেদ করে।

নির্ধারিত ৬০ মিনিটে ম্যাচের ফল নিষ্পত্তি হয়নি। টাইব্রেকারে জার্মানি পাঁচটি শটেই গোল পেয়েছে। বেলজিয়াম চারটিতে গোল পেলেও একটিতে ব্যর্থ হয়েছে।

২০০২ ও ২০০৬ সালে জার্মানি দুবার ট্রফি জিতেছিল। এবার তৃতীয় ট্রফি আসলো ১৬ বছর পর!

 
Electronic Paper