ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সেমির স্বপ্ন মিস বাংলার মেয়েদের

ক্রীড়া প্রতিবেদক
🕐 ১:১২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৩

সেমির স্বপ্ন মিস বাংলার মেয়েদের

চলমান অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার-সিক্সের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব-আমিরাতকে ৫ উইকেটে হারিয়েও সেমি-ফাইনালে উঠা হলো না বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ নারী দলের। অস্ট্রেলিয়া, ভারতের সমান ৬ পয়েন্ট হলেও সেমিতে যাওয়া হলোনা রান রেটের কারণে।

যদিও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শুরুটা দারুণ করেছিল বাংলার মেয়েরা। তবে সুপার সিক্সের প্রথম ম্যাচে পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটের পরাজয়েই প্রায় শেষ হয়ে গিয়েছিল সেমির পথ। এরপর আজ সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচে আরব-আমিরাতকে হারালেও সেমিফাইনালে পা রাখা হয়নি আর টাইগ্রেসদের। নেট রান রেটে পিছিয়ে থাকায় বাংলাদেশ ছিটকে পড়ে বিশ্বকাপ থেকে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের নেট রান রেট ছিল ০.৭৫৯। সুপার সিক্সে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর নেমে আসে ০.২৬৮’এ। বাংলাদেশকে +২.২১-এর বেশি নেট রান রেট নিয়ে জিততে হত, যা টস হেরে প্রথমে বোলিং করার কারণে অসম্ভব হয়ে যায়।

এদিন শুরুতে সংযুক্ত আরব-আমিরাতকে আটকে দিয়েছিল বাংলার মেয়েরা ৬৯ রানেই। মারুফা-রাবেয়ার সামনে রীতিমতো অসহায় আত্মসমর্পণ প্রতিপক্ষের ব্যাটারদের। এরপর ব্যাট করতে নেমে স্বর্ণার ১৯ বলে ৩৮ রানে ৫ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ।

 
Electronic Paper