ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ব্রাজিলের সবই আছে ‘নেই’ শুধু নেইমার

ডেস্ক রিপোর্ট
🕐 ১:১৮ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২২

ব্রাজিলের সবই আছে ‘নেই’ শুধু নেইমার


বিশ্বকাপে ‘হেক্সা’ অভিযানের শুরুটা জয় দিয়ে রাঙাতে চড়া মূল্য দিতে হয়েছে ব্রাজিলকে। গোড়ালির চোটে গ্রুপপর্বের বাকি দুই ম্যাচে দর্শক হয়ে গেছেন সেলেকাওদের প্রাণভোমরা নেইমার। সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচের শেষ দিকে নেইমারের খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়ার দৃশ্য ব্রাজিল সমর্থকদের বুক কাঁপিয়ে দিয়েছিল। অনেকে ধরে নিয়েছিলেন, পিএসজি তারকার বিশ্বকাপ শেষ। তবে চিকিৎসকরা জানিয়েছেন, নকআউট পর্বে নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা আছে। তার অনুপস্থিতিতে দলকে নকআউট পর্বে নিয়ে যাওয়ার দায়িত্ব এখন বাকিদের।

 

শেষ ষোলোতে চোখ রেখে আজ রাত ১০টায় দোহার ৯৭৪ স্টেডিয়ামে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। সুইসরা বিশ্বকাপ শুরু করেছে ক্যামেরুনকে ১-০ গোলে হারিয়ে। ফলে আজ যারা জিতবে, শেষ ষোলোর টিকিট অনেকটা নিশ্চিত হয়ে যাবে তাদের। ষষ্ঠ বিশ্বকাপ জয়ের অভিযানে নামা ব্রাজিল অবশ্য শুধু নকআউট পর্ব নিয়ে ভাবছে না।

তাদের চাওয়া, সার্বিয়া ম্যাচের মতো দাপুটে ও সুন্দর ফুটবল উপহার দেওয়া। সার্বিয়ার বিপক্ষে জোড়া গোলে মুগ্ধতা ছড়ানো রিচার্লিসনকে আজ নিতে হবে আরও বড় দায়িত্ব। ব্রাজিলের ম্যাচে বরাবরই প্রতিপক্ষের লক্ষ্যবস্তু থাকেন নেইমার। বারবার তাকে ফাউল করা হয়। কড়া মার্কিংয়ে রাখা হয়।

এতে ব্রাজিলের আক্রমণভাগের অন্যরা জায়গা নিয়ে খেলার সুযোগ পান। আজ সুইসদের টার্গেট হতে পারেন রিচার্লিসন। তবে ব্রাজিলের আক্রমণভাগে এত বেশি বিকল্প আছে যে, একজনের শূন্যতায় মুখ থুবড়ে পড়বে না দল।

নেইমারের জায়গায় আজ খেলতে পারেন তরুণ ফরোয়ার্ড রদ্রিগো। এছাড়া একই ধরনের চোটে ছিটকে যাওয়া ডিফেন্ডার দানিলোর জায়গায় দেখা যেতে পারে অভিজ্ঞ দানি আলভেসকে। সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে নিজেদের স্কোয়াডের গভীরতা নিয়ে যেন গর্বই ঝরল ব্রাজিলীয় মিডফিল্ডার কাসেমিরোর কণ্ঠে, ‘আমাদের দলের সবচেয়ে বড় তারকা নেইমার।

তাকে নিয়ে বলতে শুরু করলে দিন পার হয়ে যাবে। কিন্তু আমাদের আরও অনেক বিশ্বমানের খেলোয়াড় আছে। আমাদের স্কোয়াডের গভীরতা দেখে কখনো কখনো প্রতিপক্ষের জন্য আমার খারাপ লাগে।’

গত বিশ্বকাপের গ্রুপপর্বে ব্রাজিলকে ১-১ গোলে রুখে দিয়েছিল সুইজারল্যান্ড। সেলেকাওদের তাই অজেয় মানতে নারাজ সুইস ডিফেন্ডার নিকো এলভেদি, ‘নেইমার খেলবে না বলে আমার ঘুম ভালো হবে, এমনটি ভাবার কোনো কারণ নেই।

তার পজিশনে একাধিক বিকল্প আছে ব্রাজিলের। তবে বিশ্বের সব দলকেই হারানো সম্ভব। নিজেদের সামর্থ্যে আস্থা রেখে তিন পয়েন্টের জন্যই মাঠে নামব আমরা।’

 
Electronic Paper