ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ফলো অন না করিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
🕐 ৯:৫২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৮

মিরপুর টেস্টের চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪.৩ ওভারে ২ উইকেটে ১০ রান।

ফলো অন করায়নি বাংলাদেশ
জিম্বাবুয়েকে ফলো অন করায়নি প্রথম ইনিংসে ২১৮ রানের বড় লিড পায় বাংলাদেশ। বড় লক্ষ্য দেওয়ার আশায় দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে মাহমুদউল্লাহর দল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনের খেলা শুরু হয় সকাল সাড়ে নয়টায়। তার কিছুক্ষণ আগে স্বাগতিকরা ফলো অন না করানোর সিদ্ধান্ত জানায়।

তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসা তাইজুল ইসলাম ফলো অনের প্রশ্নে ছিলেন কৌশলী। তিনি বলেছিলেন, ব্যাটিং-বোলিং যাই করতে হোক, জিততে হলে ভালো করতে হবে।

জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর বলেছিলেন, তিনি ফলো অনে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠাতেন। তবে এই পথে হাঁটেননি মাহমুদউল্লাহ।

তৃতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৫২২/৭ ডিক্লে.

জিম্বাবুয়ে ১ম ইনিংস: (দ্বিতীয় দিন শেষে ২৫/১) ১০৫.৩ ওভারে ৩০৪ (চারি ৫৩, টিরিপানো ৮, টেইলর ১১০, উইলিয়ামস ১১, রাজা ০, মুর ৮৩, চাকাভা ১০, মাভুটা ০, জার্ভিস ৮*, চাটারা আহত অনুপস্থিত; মুস্তাফিজ ২১-৮-৫৮-০, খালেদ ১৮-৭-৪৮-০, তাইজুল ৪০.৩-১০-১০৭-৫, মিরাজ ২০-৩-৬১-৩, মাহমুদউল্লাহ ২-০-১৪-০, আরিফুল ৪-২-

 
Electronic Paper