ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
🕐 ৫:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৮

কোণঠাসা জিম্বাবুয়ে হঠাৎই যেন ফিরে আসার বার্তা দিতে চাচ্ছিল। ঠিক ফিরে আসা না বলে ‘লড়াই’ বলা ভালো। যে লড়াইয়ে মিরপুরের দর্শকদের বেশ খানিক সময় কাটল অস্বস্তিতে।

তবে দিনের শুরুর মতো শেষ বিকেলে আবার জ্বলে উঠলেন বোলাররা। ব্রেনডন টেইলর ও পিটার মুরের প্রতিরোধ ভেঙে গেল দলটি ম্যাচে ফেরার আগেই। প্রথম দুই দিনের মতো তৃতীয় দিনটাও তাই বাংলাদেশ শেষ করল টেস্টের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে।

নিজেদের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫২২ রান করে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। সোমবার শেষ বিকেলে ১ উইকেটে ২৫ রান করেছিল জিম্বাবুয়ে। সেখান থেকে মঙ্গলবার তৃতীয় দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। দিন শেষে ৯ উইকেটে ৩০৪ রান করে দলটি।

আগের দিন চোট পাওয়া টেন্দাই চাতারা আর ব্যাট করতে নামেননি। ম্যাচ থেকেই ছিটকে গেছেন তিনি। বুধবার তাই নতুন দিন শুরু হবে বাংলাদেশর ব্যাটিং অথবা জিম্বাবুয়ের ব্যাটিং দিয়ে। যা নির্ভর করছে প্রতিপক্ষকে টাইোররা ফলো অন করাবে কিনা সেটির ওপর।

 
Electronic Paper