ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পাঞ্জাবের বিপক্ষে হারলেই মুম্বাইয়ের বিদায়

খেলা ডেস্ক
🕐 ৮:৩৩ অপরাহ্ণ, মে ১৬, ২০১৮

মুম্বাই ইন্ডিয়ান্সের নিজস্ব ফেসবুক পেজে পাঞ্জাবকে শুভ কামনা জানাচ্ছেন অনেকে। পাঞ্জাবের বিপক্ষে এই ম্যাচে মুম্বাই হারুক এটাই কাম্য তাদের। কারণ অনুমান করতে কষ্ট হওয়ার কথা না। এরা মুম্বাই কিংবা পাঞ্জাবের সমর্থক নন। সবাই বাংলাদেশের বামহাতি কাটার মাস্টার মুস্তাফিজের ভক্ত।

মুস্তাফিকজে প্রথম ছয় ম্যাচে মাঠে নামিয়েছিল মুম্বাই। এরপর বেঞ্চ গরম করছেন ফিজ। আর তাই ভক্তদের এই আক্ষেপ। আজ বুধবার রাতে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হবে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। এ ম্যাচে হারলেই বিদায় নিতে হবে গতবারের চ্যাম্পিয়নদের।
কারণ মুম্বাই এখন পর্যন্ত পাঁচ ম্যাচে জয় পেয়েছে। এই ম্যাচ হেরে যদি তারা শেষ ম্যাচে জেতে তবুও তাদের জয় হবে ছয়টি। অন্যদিকে শেষ চারে যাওয়ার জন্য অন্য চার দলের সাতটি করে জয় হয়ে যাবে। তবে মুম্বাই যদি এই ম্যাচে জয় পায় এবং শেষ ম্যাচেও জেতে তবে তাদের শেষ চারে যাওয়ার ভালো সুযোগ থাকবে। সেক্ষেত্রে চ্যাম্পিয়নদের নেট রান রেটের উপর নির্ভর করতে হবে।
পাঞ্জাব যদি মুম্বাইয়ের বিপক্ষে জেতে তবুও তাদের শেষ চারের রাস্তা পরিষ্কার হবে না। কারণ নেট রান রেটে সবার চেয়ে পিছিয়ে আছে পাঞ্জাব। ওদিকে নিজেদের শেষ ম্যাচে রাজস্থান জিতলে তাদের সুযোগ বেড়ে যাবে প্লে অফ খেলার। রাহানের দলের নেট রান রেট পাঞ্জাবের চেয়ে ভালো হওয়ায় সুযোগ থাকবে তাদের পক্ষে।
তাছাড়া ১২ ম্যাচে ৫ জয় পাওয়া ব্যাঙ্গালুরুও যদি শেষ দুই ম্যাচে জেতে তবে তারাও শেষ চারের দাবিদার হবে। তাদের নেট রান রেটও কিংসদের থেকে ভালো। এগিয়ে যাবে রাজস্থান-কলকাতার চেয়েও। শেষ দুই ম্যাচে জিতলে মুম্বাইয়েরও শেষ চারে যাওয়ার ভালো সুযোগ আছে। ম্যাচ হারলেও নেট রান রেটের হিসেবে এখনো অন্যদের চেয়ে অনেক এগিয়ে মুম্বাই।
তাছাড়া কলকাতার নেট রান রেটও বেশ কম। শেষ চার নিশ্চিত করতে হলে তাদের তাই শেষ ম্যাচ জিততে হবে। নয়তো অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে। তবে নেট রান রেটের হিসেবে কলকাতা এখন পর্যন্ত পাঞ্জাব এবং রাজস্থানের চেয়ে এগিয়ে আছে।

 
Electronic Paper