ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সাকিব ইস্যুতে জিরো টলারেন্সে বিসিবি

ডেস্ক রিপোর্ট
🕐 ৭:০২ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২২

সাকিব ইস্যুতে জিরো টলারেন্সে বিসিবি

সাকিব ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থান জিরো টলারেন্স।

বৃহস্পতিবার ধানমন্ডিতে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এসব কথা বলেন।

সাকিবকে টেনে পাপন বলেন, সাকিব (তার) ব্যাপার নিয়ে দ্বিতীয় চিন্তা করার সুযোগ নেই। বিসিবির অবস্থান প্রথম থেকে যা ছিল, এখনও সেটাই...। বিসিবিতে প্রথম আসার পরই আমি বলেছিলাম এসব ব্যাপারে (বেটিং সংশ্লিষ্ট কিছু) আমাদের ‘জিরো টলারেন্স।’

পাপন আরও বলেন, সাকিবের এই ইস্যু নিয়ে যে যেভাবে ব্যাখ্যা করুক না কেন, আমাদের কাছে এসবের কোনো সুযোগই নেই। এজন্য তখন আশরাফুলের মতো ক্রিকেটারকে বাদ দিতে হয়েছে।

অনলাইন বেটিং সাইট বেটউইনারের সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে সাকিবের চুক্তি নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাপন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন..., চুক্তি থেকে সরে না এলে সাকিবের সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের সম্পর্ক শেষ হয়ে যাবে।

এই চুক্তি নিয়ে সাকিবকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছে বিসিবি। বৃহস্পতিবারের মধ্যে তার জবাব পাওয়া যাবে বলে আশা করছে বোর্ড।

সাকিব ইস্যুতেই এশিয়া কাপের জন্য দল ঘোষণার তারিখ পিছিয়েছে বিসিবি। শুক্রবার-শনিবারের মধ্যে দল ঘোষণা হতে পারে।

 
Electronic Paper