ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জিম্বাবুয়ের সাথে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
🕐 ১২:৪১ অপরাহ্ণ, আগস্ট ০৫, ২০২২

জিম্বাবুয়ের সাথে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই টসে হেরেছিল বাংলাদেশ। ওয়ানডে সিরিজের শুরুতেও সেই টসভাগ্য সঙ্গ দিলো না সফরকারীদের। অধিনায়ক তামিম ইকবাল টসে হেরেছেন। জিম্বাবুয়ে অধিনায়ক রেজিস চাকাভা টস জিতে নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

 

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ম্যাচটা হেরেছিল সেই ২০১৩ সালে। এরপর থেকে টানা ১৯ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। আজ জিতলে সংখ্যাটা ২০ এ উন্নীত করবে টাইগাররা।

শেষ কিছু দিনের ওয়ানডে ফর্মও কথা বলছে বাংলাদেশের পক্ষেই, র‍্যাঙ্কিংও। আইসিসি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ যেখানে আছে সপ্তম অবস্থানে, সেখানে জিম্বাবুয়ে আছে ১৫তম অবস্থানে।

এমন এক সিরিজে বাংলাদেশেরই ফেভারিট হওয়ার কথা। তবে অধিনায়ক তামিম ইকবাল বেশ সতর্ক। আগের দিন সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে জিততে হলে খেলতে হবে নিজেদের সেরা ক্রিকেটটাই।

 
Electronic Paper