ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রোনালদোর ওপর অগ্নিশর্মা কোচের ক্ষোভ

ক্রীড়া ডেস্ক
🕐 ৮:৪৮ অপরাহ্ণ, আগস্ট ০৩, ২০২২

রোনালদোর ওপর অগ্নিশর্মা কোচের ক্ষোভ

ক্রিশ্চিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতে চাইছেন না, এটা পুরোনো খবর। তবে সব নাটকের পর তাকে দলের নতুন মৌসুমের জার্সিতে দেখা গিয়েছিল গেল রোববার। সেই ম্যাচেও ঘটনার জন্ম দিয়েছেন তিনি যা দলের কোচ এরিক টেন হাগের কাছে ‘অগ্রহণযোগ্য’ ঠেকেছে। যে কারণে রোনালদোর ওপর ক্ষোভও ঝেড়েছেন ইউনাইটেড কোচ।

গেল রোববার রায়ো ভায়েকানোর বিপক্ষে নিজেদের মাঠে প্রাক মৌসুমের শেষ ম্যাচে মাঠে নেমেছিল দলটি। সেই ম্যাচ দিয়েই ইউনাইটেড একাদশে ফিরেছিলেন রোনালদো। এর আগে ‘পারিবারিক কারণে’ প্রাক মৌসুমে ৫টি প্রীতি ম্যাচে তিনি খেলেননি। এমনকি অনুশীলনেও ছিলেন না তিনি, শুরু করেছেন গেল সপ্তাহে।

তবে তার ফেরাটা সুখকর হয়নি। ৪৫ মিনিটেই তুলে নেন কোচ টেন হাগ, মাঠে আনেন আমাদ দিয়ালো ত্রায়োরেকে। এসেই তিনি করে বসেন গোল।

ওদিকে রোনালদো নিজে স্টেডিয়াম ছেড়ে যান শেষ বাঁশি বাজার আগেই। তিনি অবশ্য একা নন, আরও দিয়োগো দালতসহ আরও অনেক খেলোয়াড় তার সঙ্গে ম্যাচ শেষের আগে স্টেডিয়াম ছেড়েছেন বলে গুঞ্জন আছে। যদিও দিয়োগো সেই ম্যাচের স্কোয়াডেই ছিলেন না। খেলাটা দেখছিলেন ডিরেক্টর্স বক্স থেকে।

তবে পর্তুগিজ মহাতারকাসহ ইউনাইটেড খেলোয়াড়দের এমন আচরণ অগ্রহণযোগ্য ঠেকেছে কোচের কাছে। সম্প্রতি ডাচ সংবাদ মাধ্যম এডি ও ভায়াপ্লেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি এটা ক্ষমা করতে পারব না। এটা অগ্রহণযোগ্য। সবার জন্য বলছি, আমরা একটা দল, আর ম্যাচের শেষ পর্যন্ত থাকতে হবে সবাইকে।’ কোচ টেন হাগ অবশ্য রোনালদো, দালত কিংবা অন্য কোনো খেলোয়াড়ের নাম উল্লেখ করেননি।

ইউনাইটেড এই মৌসুমে খেলবে ইউরোপা লিগে। ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ড চ্যাম্পিয়ন্স লিগে খেলার লক্ষ্যে ইউনাইটেড ছেড়ে এমন দলে যেতে চান, যারা খেলছে ইউরোপের শীর্ষ পর্যায়ের মহাদেশীয় প্রতিযোগিতায়। প্রতি সপ্তাহে তার ৪ লাখ ৯০ হাজার পাউন্ডের সমপরিমাণ বেতন দিতে পারবে, এমন দলও খুঁজে বেড়াচ্ছেন তিনি।

 
Electronic Paper