ঢাকা, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১২ আশ্বিন ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সমর্থকদের আপত্তির পরও রোনালদোকে কিনতে অ্যাথলেটিকোর প্রস্তাব

ক্রীড়া ডেস্ক
🕐 ১১:২৭ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০২২

সমর্থকদের আপত্তির পরও রোনালদোকে কিনতে অ্যাথলেটিকোর প্রস্তাব

সমর্থকদের আপত্তির পরও রোনালদোকে কিনতে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। পর্তুগিজ যুবরাজকে ১৫ মিলিয়ন পাউন্ডে কিনতে চায় স্প্যানিশ জায়ান্টরা। যদিও ম্যানইউ তারকাকে না কিনতে টুইটারে #ContraCR7 নামেও চলছে ট্রেন্ডিং। হ্যাশট্যাগটার অর্থ রোনালদোর বিপক্ষে আমরা।

একজন সমর্থক লিখেছেন, এই খেলোয়াড় যদি অ্যাথলেটিকোতে আসে তাহলে আমি ক্লাব সমর্থক হিসেবে নিবন্ধন বাতিল করব। ওর মতো খেলোয়াড়দের জায়গা আমাদের ক্লাব নয়। আরেকজন আবার আরেকটু সরেস। শুধু অ্যাথলেটিকো নয় অন্য কোনো ক্লাবও যেন রোনালদোকে সই না করায়, সেটা নিয়ে বেশ সরব তিনি, এটা শুধু অ্যাথলেটিকো মাদ্রিদ বলে নয় সব ক্লাবের সমর্থকদের উচিত রোনালদোকে ত্যাজ্য করা।

আরেকজনের মতে, ও এলেই খেলোয়াড়দের ক্যারিয়ার নষ্ট হবে। এর আগে দিবালার ক্যারিয়ার নষ্ট করেছে ও। এখানে এলে গ্রিজমানের ক্যারিয়ার নষ্ট হবে। এতে বুঝা যাচ্ছে অ্যাথলেটিকো সমর্থকরা কতটা আক্রোশ নিয়ে আছে রোনালদোর ওপর।

অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে রোনালদো ৩৫ ম্যাচে থেকে করেছেন ২৫ গোল। সেক্ষেত্রে তার উপর তাদের ক্ষোভ থাকাটাই স্বাভাবিক।

মূলত নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে থাকার সময় বরাবরই অ্যাথলেটিকোর প্রধান শত্রু হিসেবে বিবেচিত হতেন রোনালদো। সিআরসেভেন যুগে তিন বছরে দুইবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠলেও প্রতিবারই রিয়ালের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভেঙ্গেছিলো অ্যাথলেটিকোর। এছাড়া জুভেন্টাস খেলার সময়েও চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে অ্যাথলেটিকো সমর্থকদের হেয় করেছিলেন সিআরসেভেন।

দলবদলের গুঞ্জনের মধ্যেই সোমবার রোনালদো ইংল্যান্ডে ফিরেছেন বলে দাবি করেছে বিভিন্ন গনমাধ্যম। পারিবারিক কারণ দেখিয়ে প্রাক মৌসুম প্রস্তুতি পর্বে ছিলেন না রোনালদো।

 
Electronic Paper