ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ম্যাথিউজের দিকে বল ছোড়ায় শাস্তির মুখে তাইজুল

ক্রীড়া ডেস্ক
🕐 ১১:২৯ পূর্বাহ্ণ, মে ২৬, ২০২২

ম্যাথিউজের দিকে বল ছোড়ায় শাস্তির মুখে তাইজুল

অ্যাঞ্জেলো ম্যাথিউজের দিকে বল ছুঁড়ে মারায় এবার শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান মিরপুর টেস্টে আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল-১ ভঙ্গের অপরাধ করেছেন তিনি, যার ফলেি আইসিসি থেকে শাস্তি মুখোমুখি হতে হচ্ছে তাকে।

বল হাতে দিনটি খুব একটা ভালো কাটেনি এই টাইগার স্পিনারের। দিনশেষে পেয়েছেন আইসিসি থেকে শাস্তুির খবরও। ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাইজুলকে। এছাড়াও তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।

গত ২৪ মাসের মধ্যে তাইজুলের এটিই প্রথম ডিমেরিট পয়েন্ট।

ঘটনাটি ঘটে শ্রীলঙ্কার ইনিংসের ৬৯তম ওভারে।অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও ধনঞ্জয় ডি সিলভা মিলে যখন জমে গেছেন উইকেটে, তখন সেই ওভারে বোলিংয়ে আসেন তাইজুল। ওভারের চতুর্থ বলটি রক্ষণাত্মক ভঙ্গিতে ঠেকিয়ে দিয়েছিলেন ম্যাথিউজ। ফলো থ্রু-তে বল ধরেই সোজা থ্রো করে বসেন তাইজুল। যেই থ্রো গিয়ে আঘাত করে ম্যাথিউজের হাতে।

বল থ্রো করার সময় ম্যাথিউজ নিজে দাঁড়িয়ে ছিলেন পপিং ক্রিজের মধ্যেই, এছাড়া রান নেয়ারও কোনো চেষ্টা ছিল না তার। তাই আইসিসির নীতিমালার ২.৯ অনুচ্ছেদের লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়েছে তাইজুলের ওই থ্রো।

ম্যাচের দুই মাঠ আম্পায়ার শরফুদৌল্লা ইবনে সৈকত ও জোয়েল উইলসনের রিপোর্টের ওপর ভিত্তি করে তাইজুলকে ডিমেরিট পয়েন্ট ও জরিমানার শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। তাইজুলও নিজের অপরাধ মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি আর।

 
Electronic Paper