ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চেয়ারম্যানের বাণী

মো. মজিবর রহমান
🕐 ৩:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৮

বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড আজ অব্যাহত অগ্রযাত্রার ৪০ বছর অতিক্রম করল। এই শুভদিনটি প্রতিবছরের মতোই উৎসব-উদ্দীপনায় আবারও আমাদের মাঝে ফিরে এসেছে। মহান আল্লাহর কাছে শুকরিয়া এবং সবার কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

মানসম্মত পণ্য উৎপাদন ও উন্নত সেবা প্রদান আমাদের অন্যতম অঙ্গীকার। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ কর্মীদের নিরলস চেষ্টায় আজ বিআরবি কেবল তার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে সক্ষম হয়েছে। এই প্রতিষ্ঠানের অর্জিত এ সুনামে আজ এখানকার শ্রম ও মেধা বিনিয়োগকারী হাজার হাজার শ্রমিক কর্মচারী ও কর্মকর্তারা গর্বিত।

আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করতে এবং বিশ্বের বুকে দেশের ভাবমূর্তি ও সম্মান তুলে ধরতে বিআরবি কেবল অবদান রেখে চলেছে। আজকের এই দিনে আমরা গৌরবের সঙ্গে বলতে চাই, এই বীর জাতি তার মেধা ও পরিশ্রম দিয়ে বিশ্বকে অবাক করে দিতে পারে, যেভাবে বিআরবি কেবল বিদেশের মাটিতে, ভিন্ন দেশ ও জাতির কাছে আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে। দীর্ঘ পথ-পরিক্রমায় আমাদের অর্জনের মূলে রয়েছে কারখানায় কর্মীবান্ধব পরিবেশ এবং কেবল শিল্পে বাস্তব ও অভিজ্ঞতালব্ধ জ্ঞান। সে কারণে আমরা সফলভাবে সময়ের চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছি।

সভ্যতা ও দেশের উন্নয়নের ধারক বিদ্যুৎ ব্যবস্থাকে নিরাপদ করতে আমরা নিরলস চেষ্টা করে যাচ্ছি। কেবল শিল্পের বাজারে নিত্যনতুন পণ্য উৎপাদন, সরবরাহ ও বিক্রয়োত্তর সেবা প্রদান করে ক্রেতা সাধারণের সন্তুষ্টি অর্জনে আমরা সক্ষম হয়েছি।

এর মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সমৃদ্ধ দেশ গঠনে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।

আজকের এই দিনে দেশে এবং দেশের বাইরের সব সম্মানিত গ্রাহক, পৃষ্ঠপোষক, শুভানুধ্যায়ীসহ বিআরবি কেবল ও সহযোগী প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারী, কর্মকর্তাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন।

আজকের এই শুভদিনে আমি মহান সৃষ্টিকর্তার কাছে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

এই শুভদিনে আমি বিআরবি কেবলের সব গ্রাহক, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীসহ দেশবাসীকে জানাচ্ছি গৌরবময় ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর উষ্ণ শুভেচ্ছা।

আজকের এই শুভদিনে মহান আল্লাহর কাছে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

চেয়ারম্যান
বিআরবি গ্রুপ, কুষ্টিয়া।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper