ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিআরবি গ্রুপের অন্য প্রতিষ্ঠানগুলো

বিশেষ আয়োজন ডেস্ক
🕐 ৩:০৬ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৮

আলহাজ মজিবর রহমানের মেধা ও পরিশ্রম বিনিয়োগ করে একজন সফল শিল্পপতি ও শিল্প উদ্যোক্তা হিসেবে পরিচিতি পেয়েছেন। উন্নয়নের ধারাবাহিকতায় কারখানার আয়তন-কলেবর দিন দিন প্রসার লাভ করছে। ফলে এখানে দক্ষ-অদক্ষ জনশক্তি নিয়োগ অব্যাহত রয়েছে। বিদ্যমান কারখানা সম্প্রসারণের পাশাপাশি একাধিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার কাজে মনোনিবেশ করেছেন তিনি।

কুষ্টিয়া বিসিক শিল্পনগরীর বেশ কয়েকটি অধুনালুপ্ত প্রতিষ্ঠানগুলোকে পুনঃজীবিত করেন। এর পরে বিসিক শিল্পনগরীতে প্রতিষ্ঠা করেন কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিআরবি পলিমার লিমিটেড, বিআরবি ওয়্যারস অ্যান্ড কেবলস লিমিটেড, টিপিটি কেবলস লিমিটেড। তিনি দেশের বিদ্যুৎ ঘাটতির বিষয়টি বিবেচনায় এনে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বিসিকসংলগ্ন বটতৈল, কুষ্টিয়ায় প্রতিষ্ঠা করেন বিআরবি এনার্জি লিমিটেড।

বিআরবি এনার্জির উৎপাদিত বিদ্যুৎ বিআরবি গ্রুপের প্রতিষ্ঠানগুলো ব্যবহারের ফলে উল্লিখিত প্রতিষ্ঠানগুলো উৎপাদন ব্যবস্থায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পেয়ে আরও প্রাণসঞ্চার হয়েছে অব্যাহত উৎপাদনের ক্ষেত্রে। নিজস্ব বিদ্যুতের প্রয়োজন মিটিয়ে অদূর ভবিষ্যতে অবশিষ্ট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযোজন করার পরিকল্পনাও রয়েছে। তিনি আরও প্রতিষ্ঠা করেন, লাভলী হাউজিং লিমিটেড, বিআরবি সিকিউরিটিজ লিমিটেড, বিআরবি এয়ার লিমিটেড, বিআরবি ট্রাভেলস। তিনি উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান ব্যতীতও আর্তমানবতার সেবায় অবদান রাখতে এক যুগান্তকারী স্বাক্ষর রেখেছেন।

কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র আমলাপাড়ায় তার বাবা-মার স্মরণে প্রতিষ্ঠা করেছেন কিয়াম-সিরাতুন্নেছা মেমোরিয়াল ট্রাস্টনামীয় একটি সেবামূলক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের হাফেজখানায় রয়েছে গরিব ও মেধাবী ছেলেদের জন্য ইসলামী ও নৈতিক শিক্ষার সমন্বয়ে আধুনিক শিক্ষার ব্যবস্থা। এখানে সাধারণ শিক্ষার পাশাপাশি কোরআনে হাফেজ শিক্ষা গ্রহণেরও ব্যবস্থা রয়েছে। এ সেবামূলক প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি সহযোগিতা করে চলেছেন দেশের বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে।

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সহযোগিতা করতে গিয়ে মনে মনে তিনি নিজেই আন্তর্জাতিক মানের একটি আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন দেখেন। মনের সেই সুপ্ত বাসনা ও স্বপ্নের ফসল কুষ্টিয়া আমলাপাড়ায় তার অত্যন্ত আদরের দৌহিত্রের নামকরণে ছয়তলা ভবনবিশিষ্ট হাসিব ড্রিম স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছেন। এ ছাড়াও প্রগতিশীল এ কর্মবীর মানুষটি মানবসেবার লক্ষ্যে বাংলাদেশে বেসরকারি উদ্যোগে উন্নত চিকিৎসাসেবা প্রদান ও মেডিকেল শিক্ষার প্রসারে কুষ্টিয়াতে অত্যাধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেন-যা প্রক্রিয়াগত কারণেই কিছুটা সময়সাপেক্ষ হওয়ায় তিনি তার আকাক্সক্ষা তথা মনোবাসনার ত্বরিত বাস্তবায়ন ঘটাতে ঢাকার প্রাণকেন্দ্র পান্থপথে ক্রয় করেন গ্যাস্ট্রোলিভার হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট-যা বর্তমানে বিআরবি হসপিটালস লিমিটেড নামকরণ করা হয়েছে।

এই হসপিটালটি ক্রয়ের ফলে কিছুটা হলেও তার মানবসেবার বাসনার বাস্তবায়ন ঘটেছে। তবে তার মূল বাসনার বাস্তবায়ন ঘটাতে প্রতিষ্ঠা করেন সেলিমা মেডিকেল কলেজ হসপিটাল লিমিটেড। কুষ্টিয়া শহরের প্রবেশমুখে চৌড়হাসে নির্মাণাধীন রয়েছে সেলিমা মেডিকেল কলেজ হসপিটাল লিমিটেড। বাংলাদেশের উন্নত চিকিৎসা প্রার্থী মানুষকে যাতে বিদেশমুখী না হতে হয় সে জন্য এখানে থাকবে সর্বাধুনিক প্রযুক্তিগত চিকিৎসা সুবিধা।

ইলেকট্রিক্যাল ওয়্যারস অ্যান্ড কেবল শিল্পকারখানা প্রতিষ্ঠার মাধ্যমে পথচলা শুরু হলেও বর্তমানে তার শিল্প সাম্রাজ্যের তালিকায় ১২টি বৃহৎ ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper