ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শ্রমিক মালিকের আন্তরিক সম্পর্কের কর্মস্থল

আকাশ রহমান
🕐 ২:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৮

উন্নত গুণগতমান এবং আন্তরিক সেবা প্রদান করে কুষ্টিয়ার বিআরবি গ্রুপ দেশসেরা খেতাব পেয়েছে। তিন যুগ ধরে এই গ্রুপের বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিশ্বে অন্যতম এবং দেশের শীর্ষ প্রতিষ্ঠানের গৌরব বয়ে চলেছে। এই গ্রুপের অব্যাহত অগ্রযাত্রা এবং সাফল্যে শুধু কুষ্টিয়া বা এই কোম্পানির জনবল নয়, সারা বিশ্বের কাছে বাংলাদেশের মাথা উঁচু হয়েছে, উজ্জ্বল হয়েছে জাতির মুখ।

শিল্পকারখানা স্থাপন এবং সফল ব্যবসায়ী হিসেবে সুনাম অর্জনের পাশাপাশি তিনি একজন বিনয়ী, সদালাপী এবং ধর্মভীরু হিসেবে প্রশংসিত। পবিত্র হজব্রত পালনের জন্য তিনি বেশ কয়েকবার সৌদি আরবে গেছেন। ওমরাহ পালন করেছেন এবং তিনি প্রতিবছর নিজের কোম্পানির উদ্যোগে বহুসংখ্যক মানুষকে হজ করার সুযোগ করে দেন। একই সঙ্গে তিনি কুষ্টিয়ায় কিয়াম-সিরাতুন্নেছা মেমোরিয়াল ট্রাস্ট গঠন করে দরিদ্র ছাত্রদের বিনামূল্যে ধর্মীয় ও আধুনিক শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করেছেন। তিনি ওই ট্রাস্টের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এবং নিয়মিত খোঁজখবর নেন। তিনি নিজ খরচে অনেক মসজিদ, মাদ্রাসা, গোরস্তান ও শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করে দিয়েছেন।

কুষ্টিয়ার গরিব-অসহায় মানুষের জন্য তার দরজা সব সময় খোলা। শত ব্যস্ততা সত্ত্বেও প্রতিদিন তিনি নিজ অফিসে বসে কয়েক ঘণ্টা সময় সাধারণ মানুষের জন্য ব্যয় করেন। দেশের অর্থনৈতিক উন্নয়নে জোরালো ভূমিকা রাখার কারণে তিনি পর পর পাঁচবার বাংলাদেশ সরকারের সিআইপি নির্বাচিত হয়েছেন।

একই সঙ্গে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত হয়েছেন বেশ কয়েকবার। সরকার ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করতে চাইলে সেখানে গুরুত্বের সঙ্গে তাকে আমন্ত্রণ করা হয় এবং মতামত নেওয়া হয়। বিআরবির কর্মীদের প্রতি সবসময় শ্রমিক বান্ধব আচরণ করা হয়। অবসরে গেলে তাকে পুরো পাওনাদি একবারে পরিশোধ করাসহ কোম্পানির পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper