ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চিকিৎসায় আস্থার ঠিকানা বিআরবি হসপিটাল

আবুল কালাম
🕐 ২:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৮

দেশসেরা বিআরবি গ্রুপের প্রতিষ্ঠান বিআরবি হসপিটাল লিমিটেড। দেশে এটিই একমাত্র হসপিটাল যেখানে ‘গো গ্রিন হেলথ কেয়ার’-এর ধারণা ও নীতিমালা অনুসারে পরিবেশগত মান সুরক্ষা করা হয়েছে। রাজধানী ঢাকায় প্রতিষ্ঠিত এ হসপিটালে এখন বিশ্বমানের চিকিৎসাসেবা পাচ্ছেন দেশের মানুষ।

চিকিৎসাসেবায় আভিজাত্যের ছোঁয়া লেগেছে অনেক আগেই। কিন্তু উন্নত বিশ্বের আধুনিক প্রযুক্তি ও চিকিৎসা যন্ত্রপাতির সব আয়োজন উচ্চমাত্রার ব্যয়সাধ্য। সেবামূলক খাতে এ হাসপাতালকে অন্তর্ভুক্ত করে বিআরবি গ্রুপ এখন সাধ্যের মধ্যে এ উন্নত সেবা প্রদানে সচেষ্ট রয়েছেন। বিশ্বমানের ‘ইকো-হেলথকেয়ার’ ধারণায় ভবনের নকশা ও নির্মাণকাজ সম্পন্ন করে এই হসপিটালটি রোগ নিরাময়ে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। ম্যাক্রো সিস্টেমে তৈরি অবকাঠামোর কারণেই এখানে রোগীদের সব চাহিদা পূরণ হয় সহজে।

সম্প্রতি এ প্রতিবেদক সরজমিনে হসপিটালের কার্যক্রম দেখতে সেখানে গেলে দেখা যায়, রাজধানীর ৭৭/এ, পূর্ব রাজাবাজার, পান্থপথে আধুনিক বহুতলা ভবনে শোভা পাচ্ছে এ হসপিটালটি। ‘আপনার নিরাময় ও প্রশান্তির বিশ্বস্ত দায়িত্বে আমরা’- স্লোগানে ইতোমধ্যেই চিকিৎসাসেবায় এ হসপিটালটি সবার নজর কেড়েছে।

এখানে রয়েছে রোগ নির্ণয়ে সর্বাধুনিক যন্ত্রপাতি, প্রযুক্তির ব্যবহার ও সব ক্ষেত্রে তুলনামূলক কম খরচের সুবিধা। জরুরি প্রয়োজনে রোগীর স্বজনদের একটি ফোনই যথেষ্ঠ। এখানে রয়েছে ২৪ ঘণ্টার স্বাস্থ্যসেবার নিশ্চয়তা। নিজস্ব হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্স দেশের যে কোনো জায়গা থেকে রোগী পরিবহনের সুবিধা আছে।

দেশের সর্বাধুনিক গ্যাস্ট্রোএন্টারোলোজি সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে এ হসপিটালে। এ সেন্টারে সংযুক্ত হয়েছে অত্যাধুনিক রোগ নির্ণয় যন্ত্রপাতি। এর মাধ্যমে রোগীর অপারেশন ছাড়ায় পরিপাকতন্ত্রের রক্তক্ষরণ বন্ধসহ জটিল রোগের চিকিৎসা করা হয়। এ বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. হাসান মাসুদ জানান, গ্যাস্ট্রোএন্টারোলজি ও হেপাটোলজি বিভাগে সংযুক্ত করা হয়েছে বিশ্বের অন্যতম সেরা যন্ত্রপাতি। এর ফলে এ বিষয়ের অনেক জটিল রোগ শনাক্ত ও নিরাময় সহজ হয়েছে। তিনি বলেন, সুন্দর ও মনোরম পরিবেশে রোগীদের সেবা দিয়ে তাদের হাসিমুখ দেখতে পারায় তিনি এ হসপিটালকে নিয়ে গর্বিত।

দেশের খ্যাতমান সার্জন প্রফেসর মোহাম্মদ আলীর নেতৃত্বে হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়েটিক সেন্টারে লিভার, পিত্তথলি, অগ্নাশয়, পিত্তনালী, অগ্নাশয় নালীসহ পাথর, টিউমারের অপারেশন ও চিকিৎসা পরিচালিত হচ্ছে। বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তি ও যন্ত্রপাতি রয়েছে এ সেন্টারে।

এই হসপিটালের মাধ্যমে দেশে প্রথম চালু হয়েছে আন্তর্জাতিক মানের নিউরো সেন্টার। ব্রেন অ্যান্ড স্পাইন সেন্টারে মস্তিষ্ক ও মেরুদন্ডের সব রোগ সহজে

শনাক্ত ও সর্বাধুনিক চিকিৎসা প্রদানের অভিজ্ঞ ডাক্তারসহ সব রকমের সুযোগ-সুবিধা রয়েছে। বাংলাদেশে এখানেই রয়েছে একমাত্র নিউরো সার্জারি প্রযুক্তি ও-আর্ম ও ২ ইন্ট্রা-ওপারেটিভ ইমেজিং অ্যান্ড নেভিগেশন সিস্টেম, যার মাধ্যমে মস্তিষ্কের জটিল অপারেশনে আগের এমআরআই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সম্পূর্ণ প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন করা হয়। এখানে মস্তিষ্কের টিউমারসহ অন্যান্য অপারেশনের জন্য সর্বাধুনিক এ প্রযুক্তির ব্যবহার ইতোমধ্যে সাড়া ফেলেছে।

চিকিৎসার পেছনে প্রতিবছর দেশ থেকে মোটা অঙ্কের টাকা বিদেশে চলে যাচ্ছে। উন্নত চিকিৎসার জন্য মানুষ বাধ্য হয়েই বিদেশনির্ভর হচ্ছে। যার ফলে আমাদের অর্থনীতিতেও খারাপ প্রভাব পড়ছে। এ হসপিটালের মাধ্যমে দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়বে। তিনি বলেন, প্রযুক্তির কল্যাণে বিশ্ব এখন হাতের মুঠোয়, মানুষ সহজেই অনলাইনের মাধ্যমে সেবার বিষয়ে জানতে পারছে। সাধ্যের মধ্যে মানুষের রোগমুক্তি ও সুস্থ জীবন গড়ে দিতে বিআরবি হসপিটালস লিমিটেড বদ্ধপরিকর।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper