ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

একনজরে সেতু

আজাদ রহমান
🕐 ১২:৪০ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৮

পদ্মা সেতুর নকশা মুন্সীগঞ্জ জেলার মাওয়া, মাদারীপুর জেলার শিবচর ও শরীয়তপুর জেলার জাজিরায় চলছে প্রথম স্প্যান বসানোর উৎসব। দিনরাত কাজ চলছে এই তিন জেলাবেষ্টিত পদ্মা নদীপাড়ে। পুরোদমে চলছে সেতু নির্মাণের কাজ।

কী আছে পদ্মা সেতুতে?
১. প্রকল্পের নাম পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।
২. দ্বিতলবিশিষ্ট এই সেতু কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে।
৩. প্রকল্পে মোট ব্যয় (মূল সেতুতে তৃতীয় দফায় বাড়ানোসহ) ৩০ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা।
৪. ২০১৭-১৮ অর্থবছর প্রকল্পে সরকারের বরাদ্দ ৫২৪ কোটি টাকা।
৫. প্রকল্পে নদীশাসন ব্যয় ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।
৬. প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম চায়না রেলওয়ে গ্রুপ।
৭. এ সেতুতে থাকবে গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা।
৮. রেললাইন স্থাপন হবে নিচতলায়।
৯. প্রস্থ হবে ৭২ ফুট, এতে থাকবে চার লেনের সড়ক।
১০. দৈর্ঘ্য হচ্ছে ৬ দশমিক ১৫ কিলোমিটার।
১১. ভায়াডাক্ট ৩ দশমিক ১৮ কিলোমিটার।
১২. সংযোগ সড়ক দুই প্রান্তে (জাজিরা ও মাওয়া) ১৪ কিলোমিটার।
১৩. প্রকল্পে নদীশাসন হয়েছে দুই পাড়ে ১২ কিলোমিটার।
১৪. প্রকল্পে কাজ করছে জনবলের পরিমাণ প্রায় ৪ হাজার।
১৫. ভায়াডাক্ট পিলার ৮১টি।
১৬. পানির স্তর থেকে উচ্চতা হবে ৬০ ফুট।
১৭. পাইলিং গভীরতা হচ্ছে ৩৮৩ ফুট।
১৮. প্রতি পিলারের জন্য পাইলিং হবে ৬টি।
১৯. মোট পাইলিংয়ের সংখ্যা ২৬৪টি।
২০. মোট পিলারের সংখ্যা ৪২টি।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper